পাক-ভারত শান্তি আলোচনা আবার শুরুর সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। সম্প্রতি নিউ ইয়র্কে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে আস্থা সৃষ্টিকারী শীর্ষ বৈঠকের পর এ মন্তব্য করলেন পররাষ্ট্রমন্ত্রী।
খুরশিদ সাংবাদিকদের বলেন, আমি এ কথা পরিষ্কার করে বলতে চাই, আমরা এমন পর্যায়ে উপনীত হইনি যে তথাকথিত শান্তি আলোচনা আবার শুরু করা যেতে পারে।
কাশ্মিরের সীমান্ত হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) সাম্প্রতিক ঘটনাবলীকে তিনি 'বিপর্যয় সৃষ্টিকারী' হিসেবে অভিহিত করেন এবং তা স্বাভাবিক সম্পর্কের জন্য অনুকূল নয় বলে জানান।
অবশ্য পাক-ভারতের মধ্যে অনেক 'ছক বাধা জিনিস' চলছে এবং তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, দু'দেশের মধ্যে রাজনৈতিক সংলাপের বিষয়ে দুই দেশের নেতারা যথাসময়ে সিদ্ধান্ত নেবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।