প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
বেহুলা-বন্দনা
বেহুলা বলিলো এসে__প্রিয়তম, অনুপম ওগো সাপের ছোবলে যদি মারা যাও
আমি কী নিয়ে থাকিবো এই দুঃখদৈন্যের দেশে, আমার ভাত কাপড় দেবে কে ?
কে আমাকে ভালোবাসবে, দেবে ভাত, আর ঘুরতে নিয়ে যাবে অষ্টমীতে, বৈশাখে
হে প্রভু, প্রাণনাথেরে তুমি ভালো কইর্যা দাও, নইলে আমার মাথা খাও।
মনসার সাপ নেই__আছে কৃত্রিম, বিলাসী, আর ধর্ষকসদৃশ কিছু শিক্ষিত সাপ
লোহার বাসরে ছিদ্র খোঁজেনা তারা, অপহৃত করে প্রাইভেট কারে বেহুলারে
লক্ষ্মীদরেরে তারা গুলিবিদ্ধ করে, কিংবা জবাই করে, খুলে তরোয়ারের খাপ
ভাগাড়ে ফেলায়ে তারে, বেহুরারে হরণ করে সারানিশি ভোগ তারা মদের ভাগাড়ে।
পুজো দেবে না কেনো সওদাগর, দেবে, পুজো দেবে, নত হবে, দেবে স্ত্রী-বউ
খেটে খেটে মরে যাবে, হাড়ে জমবে রস, আর যৌবনে নামবে ধস__
ক্ষেতের ধান দেবে, পুকুরের মাছ দেবে, কর দেবে, দেবে মাঁচার প্রথম লাউ
ভয়ের ঠেলায়, নমো নমো করবে, রাত্রিদিন বলে যাবে বস, বস, বস।
বেহুলা বলে এসে, রাজার দরবারে, রাজাধিরাজ, এ কী নির্যাতন প্রজাকুলের?
অসহায় রাজা বলিলো তখন, ইতরের পয়দা সবাই, দোষ ওদের নৈক্ষেত্রের।
১৩.১০.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।