আমাদের কথা খুঁজে নিন

   

আজ বিজয়া দশমী

আজ বিজয়া দশমী। চোখের জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটাবেন হিন্দু সম্প্রদায়।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। গতকাল মহানবমীতে নিজেদের পাশাপাশি দেশ-জাতির শান্তি কামনা এবং মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে মহানবমীর পূজা করেন সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা। মূলত নবমী হচ্ছে শারদীয় দুর্গোৎসবের শেষ প্রার্থনার দিন।

সকাল থেকেই ভক্তরা রাজধানীর পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে দেবী দর্শন ও তার কৃপা লাভের আশায় ভিড় করেন। শাস্ত্র অনুযায়ী নবমীতেই দেবী বন্দনার সমাপ্তি। আর তাই শেষ সময়ে এসে ভক্তরা দেবীর উদ্দেশে প্রার্থনা করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আরতি, নাচ-গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দুর্গোৎসবের পরিপূর্ণতা আনে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয় আরতি প্রতিযোগিতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে রাজধানীর ঢাকেশ্বরী, রামকৃষ্ণ মিশন ও জয়কালি মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরগুলোর পূজারি, পূজা কমিটির সদস্য ও হিন্দু ধর্মাবলম্বী দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে গতকাল সন্ধ্যা থেকেই ৫ দিনব্যাপী দুর্গাপূজায় বিদায়ের সুর বেজে ওঠে। কারণ নবমীর উচ্ছ্বাস-আনন্দের পরই শুরু হয় বিজয়া দশমী।

আজ সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে দেশের বিভিন্ন পূজা মণ্ডপে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হবে। রাজধানীতে বিকালে শোভাযাত্রা সহকারে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এ ছাড়া দশমী উপলক্ষে আজ ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় শুরু হবে দশমীর শোভাযাত্রা। আজ দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।