মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি-মাওয়া নৌ-রুটে অজ্ঞান পার্টির বিচরণ দীর্ঘদিনের। কোনোকিছু খাইয়ে অজ্ঞান করে সবকিছু ছিনিয়ে নেওয়া ওদের মূল কাজ। ইদানিং নোশাজাত কোনো দ্রব্য খাওয়ানোর পাশাপাশি চোখে মলম লাগিয়ে এরা ছিনতাইয়ের কাজ করে আসছে বলেও জানা যায়। সারা বছর এ রুটটিতে চলাচলে তেমন ঝুঁকি না থাকলেও দুর্যোগপ্রবণ আবহাওয়া এবং দুই ঈদে বেড়ে যায় অজ্ঞান পার্টির তৎপরতা। জানা যায়, এ রুটের বাস, লঞ্চ ও ফেরিতে আচার, ডিম ইত্যাদি বিক্রেতারা ছদ্মবেশে সুযোগের সন্ধানে থাকে অজ্ঞান পার্টির সদস্যরা। বরিশাল থেকে আসা আমির হোসেন নামে এক যাত্রী বলেন, এ ঘাটে প্রায়ই শুনি অজ্ঞান পার্টি দ্বারা যাত্রীরা আক্রান্ত হচ্ছে। তাই সবসময় সতর্ক থাকার চেষ্টা করি। অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।