আমাদের কথা খুঁজে নিন

   

কম খরচে করে ফেলুন আপনার পারসোনাল, বিজনেস, ব্লগ অথবা নিউজপেপার সাইট!!



সম্প্রতি বাংলাদেশ অনলাইন জগতে বেশ সক্রিয়। অনলাইন নিউজপেপার ও বিজনেস এর প্রতিও ঝুকছে সবাই! নতুন নতুন আইডিয়া নিয়ে নামছে অনেকেই! আর এসব অনলাইন বিজনেস এ আগ্রহীদের জন্যই এই পোষ্ট। বাংলাদেশের কয়েকটি আই টি কোম্পানি আছে যারা মান সম্মত ওয়েব ডিজাইন ও ওয়েব তৈরি করে। তাদের মধ্যে airplux একটি। airplux বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বিভিন্ন নামি দামি কোম্পানির ওয়েব তৈরি করে কামিয়েছে অনেক সুনাম! এসব কোম্পানিগুলো প্রচারে তেমন আগ্রহী না হওয়ায় তাদের বিভিন্ন সময়ের অফারগুলো সম্পর্কেও অনেকে তাই জানে নাহ! আসন্ন ঈদ উপলক্ষ্যে airplux কোম্পানি দিয়েছে বিশেষ ছাড়। নিচে অফারের বিবরণ দেয়া হলো: যা যা থাকছে এই বান্ডেল অফারেঃ * ১ টি টপ লেভেল ডোমেইন রেজিস্ট্রেশন সাথে সম্পূর্ণ ডোমেইন কন্ট্রোল ( Free Domain Name) * আনলিমিটেড ওয়েব স্পেস * আনলিমিটেড মাসিক ব্যান্ডউইথ * আনলিমিটেড ডাটাবেস * আনলিমিটেড ইমেইল অ্যাকাউন্ট * আনলিমিটেড অ্যাডঅন ডোমেইন * আনলিমিটেড সাবডোমেইন * Free SSL Certificate Price Ratebr /> * নিউজ পেপার ওয়েবসাইট ডিজাইন বর্তমান = ২০,০০০ টাঁকা ( বান্ডেল অফারের আগে ) ২৪০০০ টাঁকা * ব্লগ ওয়েবসাইট ডিজাইন বতমান = ১৫০০০ টাঁকা (বান্ডেল অফারের আগে) ১৮০০০ টাঁকা * পার্সোনাল ওয়েবসাইট ডিজাইন বর্তমান = ১০,০০০ টাঁকা (বান্ডেল অফারের আগে) ১৩ হাজার টাঁকা * ই - কমার্স সাইট বর্তমান = ২২,০০০ টাঁকা ( বান্ডেল অফারের আগে ) ২৫,০০০ টাঁকা যোগাযোগ: ০১৭৫২৮৬০৮৩২ ০১৭৭০৫২৫১২৪ ওয়েব লিংক: http://www.airplux.com ফেসবুক লিংক: http://www.facebook.com/Airplux অফার এর মেয়াদ: ৩১শে অক্টবার, ২০১৩ পর্যন্ত। পোষ্ট টি যদি কারো একটুও উপকারে আসে তবে আমি খুশি হবো। সবাইকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।