আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনা-উরুগুয়ের লড়াই

দীর্ঘ দুই বছর ৯ দিন ধরে চলার পর অবশেষে শেষ হচ্ছে ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। আগামীকাল সকালে আর্জেন্টিনা-উরুগুয়ে, কলম্বিয়া-প্যারাগুয়ে, চিলি-ইকুয়েডর এবং পেরু-বলিভিয়া ম্যাচের মধ্য দিয়েই শেষ হচ্ছে দীর্ঘ এই বাছাই পর্বের। ল্যাটিন অঞ্চলের বাছাই পর্ব থেকে কী ইঙ্গিত পাওয়া গেল এবার! আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়ার বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে। ইকুয়েডর, চিলি এবং উরুগুয়ের মধ্যে দুই দল সরাসরি বিশ্বকাপ খেলবে, বাকি এক দল এশিয়ান অঞ্চলের পঞ্চম দল জর্ডানের সঙ্গে প্লে-অফ খেলে চূড়ান্ত পর্ব খেলার সুযোগ পাবে। বলতে গেলে তিনটি দলই যে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলছে, এতে কোনো সন্দেহ নেই।

ল্যাটিন অঞ্চলের যে কোনো দলের সঙ্গেই জর্ডানের তুলনা চলে না। যদি দলটা উরুগুয়ে হয়, তবে তো কথাই নেই। উরুগুয়ে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আজ যদি চিলি-ইকুয়েডর ম্যাচ ড্র হয় তাহলে তো বটেই, এমনকি আর্জেন্টিনার সঙ্গে উরুগুইয়েনরা হারলে কিংবা ড্র করলেও তাদের প্লে-অফ রাউন্ড খেলতে হচ্ছে জর্ডানের সঙ্গে। সেক্ষেত্রে অবশ্য ভাগ্য পুড়বে জর্ডানেরই।

চিলি কিংবা ইকুয়েডর হলে তাও একটু চেষ্টা করা যেত। কিন্তু সুয়ারেজ-কাভানিদের মুখোমুখি হওয়া এশিয়ানদের কাজ নয়। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এবং সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে কলম্বিয়ার বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আগেই। ২৫ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে ইকুয়েডর ও চিলি। উরুগুয়ের অর্জন ২২ পয়েন্ট।

কেবল পয়েন্টেই নয়, উরুগুয়ে পিছিয়ে আছে গোল ব্যবধানেও। সুতরাং সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আজ আর্জেন্টিনাকে বড় ব্যবধানেই হারাতে হবে উরুগুয়েকে। সেই সঙ্গে চিলি কিংবা ইকুয়েডর যে কোনো এক দলের বড় পরাজয় প্রয়োজন! এত সমীকরণ বাদ দিয়ে উরুগুয়ের নামটা বোধ হয় প্লে-অফ রাউন্ডের খাতায় লিখে দেওয়াই ভালো। এর অর্থ, এবারে ল্যাটিন অঞ্চল থেকে ছয়টি দল বিশ্বকাপ খেলছে। আর্জেন্টিনা, কলম্বিয়া, ইকুয়েডর, চিলি এবং উরুগুয়ে ছাড়া স্বাগতিক ব্রাজিল তো আছেই।

ছয়টি দলই যদি কোয়ার্টার ফাইনাল খেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

পয়েন্ট তালিকা

দল ম্যাচ পয়েন্ট

১. আর্জেন্টিনা ১৫ ৩২

২. কলম্বিয়া ১৫ ২৭

৩. ইকুয়েডর ১৫ ২৫

৪. চিলি ১৫ ২৫

৫. উরুগুয়ে ১৫ ২২

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।