আমাদের কথা খুঁজে নিন

   

আপডেট

১. এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে কে?

উত্তর : অ্যালিস মুনরো। কানাডিয়ান এ ছোটগল্পকার সাহিত্যে নোবেল পাওয়া নারীদের মধ্যে ১৩তম। তার প্রথম গল্প সংকলন উধহপব ড়ভ ঃযব যধঢ়ঢ়ু ংযধফবং. ২০০১ সালে প্রকাশিত তার আরেকটি গল্পগ্রন্থ হলো ঐধঃবংযরঢ়, ভৎরবহফংযরঢ়, পড়ঁৎঃংযরঢ়, ষড়াবংযরঢ়, সধৎৎরধমব.

২. এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান?

উত্তর : নেদারল্যান্ডের হেগভিত্তিক রাসায়নিক অস্ত্রনিষিদ্ধকরণ প্রতিষ্ঠান 'দ্য অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস [ওপিসিডাবি্লউ]

৩. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নতুন সভাপতি হচ্ছে কোন দেশ?

উত্তর : মিয়ানমার। ২০১৪ সালের সভাপতি পদে দেশটিকে সম্প্রতি বেছে নেওয়া হয়েছে।

৪. এ বছর ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ মানবাধিকার পুরস্কার 'শাভারভ' পেয়েছে কে?

উত্তর : মালালা ইউসুফজাই

৫. লিবিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?

উত্তর : আলি জেইদান।

৬.ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ [টিআইবি] এর বর্তমান চেয়ারপারসন কে?

উত্তর : এডভোকেট সুলতানা কামাল।

৭.এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

উত্তর : ২ জন। ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস ও বেলজিয়ামের ফঁ্রাসোয়া ইংলার্ট।

৮.এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

উত্তর : ৩ জন। যুক্তরাষ্ট্রের জেমস রথম্যান, র্যান্ডি শেকম্যান ও জার্মানির থমাস সিউডফ।

৯.বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানকারী কে?

উত্তর : মুশফিকুর রহিম। রান সংখ্যা ২০০।

১০.বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এ পর্যন্ত দ্রুততম সেঞ্চুরি করেছেন কে?

উত্তর : তামিম ইকবাল। তিনি ৯৪ বলে সেঞ্চুরি করেন।

-শিক্ষা ডেস্ক

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।