সোমবার দলের অন্যান্য সদস্যদের সঙ্গে অনুশীলন করেন তিনি। আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ থেকে উঠে আসার পর এই প্রথম অনুশীলন করলেন তিনি।
২৮ সেপ্টেম্বর ওই ম্যাচে ডান পায়ের উরুতে চোট পেয়ে প্রথমার্ধের ২৯ মিনিটে মাঠের বাইরে চলে যান এ মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা মেসি। পরদিন ক্লাব চিকিৎসক জানান, দুই সপ্তাহ খেলতে পারবেন না আর্জেন্টিনার এই তারকা।
এরপর সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবং ভায়াদলিদের বিপক্ষে লা লিগার ম্যাচের দলে ছিলেন না তিনি। বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা জাতীয় দলের শেষ দুটি ম্যাচেও চোটের কারণে তাকে রাখা হয়নি।
আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ খেলবে বার্সেলোনা। তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এসি মিলানের মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।