আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ জামাত কখন কোথায়

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে এ নামাজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত থাকছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে প্রতি ঘণ্টা অন্তর অন্তর জামাত হবে।
রাজধানীবাসীর জন্য প্রতিটি এলাকায় ঈদ জামাতের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন।
দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ৫৮টি ওয়ার্ডে চারটি করে মোট ২৩২টি এবং উত্তর সিটি করপোরেশনের আওতায় মোট ১৪৪টি জামাতের আয়োজন করা হয়েছে।


বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন। র্রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিচারপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে নামাজ আদায় করবেন।

জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি আলহাজ আওলাদ হোসেন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ৮টায় আহলে হাদিসের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বংশাল বড় জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দুটি জামাত হবে।
এ ছাড়া রাজধানীর লালবাগ শাহী মসজিদে সকাল ৮টায়, কলাবাগান বশিরুদ্দিন রোড জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বাবে রহমত দেওয়ানবাগ শরিফে সকাল ৮টায়, সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদে সকাল ৮টায়, হাজারীবাগ পশ্চিম ভাগলপুর শাহ মস্তান জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, কমলাপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে সকাল ৮টায়, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়, গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠে সকাল সাড়ে ৭টায়, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল পৌনে ৮টায়, নয়াপল্টন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, শ্যামলীর এসওএস শিশুপল্লীতে সকাল পৌনে ৮টায়, গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে সকাল পৌনে ৮টায় ও হাজারীবাগ পার্ক মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।

এ ছাড়া আদাবরের মেহেদীবাগ জামে মসজিদ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠ, ধানমণ্ডি ঈদগাহ ময়দান, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, সায়েদাবাদের চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও চ্যানেল আই-সংলগ্ন জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, পলাশী সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ভবনের সামনের মাঠ, পশ্চিম করাতিটোলা স্বামীবাগ জামে মসজিদ, নীলক্ষেত মরিয়ম বিবি শাহী মসজিদ, গেণ্ডারিয়া বায়তুল মা'মুর মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, লালমাটিয়ার মসজিদ-এ-বায়তুল হারাম, বারিধারা বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদ, আম্বরশাহ শাহী জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, ফার্মগেটের বায়তুশ শরফ মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম
বন্দরনগরীতে সকাল পৌনে ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ঈদুল আজহার প্রথম জামাত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামে এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৮টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে। এছাড়া লালদিঘি ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত হবে।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুদ্দিন সাকী জানান, নগরীর ৪১ ওয়ার্ডে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবার ১৪৯টি স্থানে ঈদ জামাত হবে।
সিলেট
সিলেটে  সকাল সাড়ে ৮টায়  ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল করিম বিন মোশাহিদ এতে ইমামতি করবেন।
সকাল সাড়ে ৮টায়  দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত হবে। এছাড়া নগরীর সব ঈদগাহ ময়দান এবং বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


খুলনা
খুলনায় সকাল  ৮টায় সার্কিট হাউজ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এরপর  সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে দ্বিতীয় জামাত হওয়ার কথা। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৮টা, ৯টা ও ১০টায় টাউন জামে মসজিদে পর পর তিনটি জামাত হবে। এর বাইরে নগরীর বিভিন্ন স্থানে ঈদের জামাত হবে।

শোলাকিয়া
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবারো দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের পরিচালনায় সকাল ৯ টায় এ জামাত অনুষ্ঠিত হবে।
মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য এবার সরকারিভাবে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভোর সাড়ে ৫টায় ময়মনসিংহ থেকে একটি এবং সকাল ৬টায় ভৈরব থেকে একটি ট্রেন শোলাকিয়া মাঠের উদ্দেশ্যে  ছেড়ে যাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।