আমাদের কথা খুঁজে নিন

   

ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার সদরঘাট থেকে ছোট আকারের লঞ্চ ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর ফলে ঈদে ঘরমুখো মানুষ কিছুটা ভোগান্তিতে পড়বে।

কর্তৃপক্ষ বলেছে, যেসব লঞ্চের দৈর্ঘ্য ৬৫ ফুটের নিচে, সেসব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যেতে পারবে না। তবে ৬৫ ফুটের ওপরের লঞ্চগুলো চলাচল করতে পারবে।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক সাইফুর ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ ঢাকা নদীবন্দর এলাকায় দুই নম্বর সতর্কসংকেত বলবৎ রয়েছে। তাই ৬৫ ফুটের নিচে কোনো লঞ্চকে ঘাট ছেড়ে যেতে নিষেধ করা হয়েছে। এর ওপরেরগুলো চলাচলে বাধা নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।