শুধু টিকটিকি আর কাঠবিড়ালি খেয়েই ১৯ দিন কাটিয়েছেন ৭২ বছর বয়সী শিকারী জিনি পিনাফ্লোর। আহতাবস্থায় ক্যালিফর্নিয়ায় জঙ্গলে। এরপর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর অধিবাসী জিনিকে শনিবার উদ্ধার করা হয় ক্যালিফর্নিয়ার মেনডোসিনো বন থেকে।
বনে শিকারে থাকা অন্য শিকারীরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। জিনি তিনি গত ২৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
জানা যায়, কিছুদিন আগে অন্যান্য শিকারিদের সঙ্গে মেনডোসিনো বনে হরিণ শিকারে যান জিনি পিনাফ্লোর। একসময় বনে কুয়াশার মধ্যে অন্যদের কাছ থেকে হারিয়ে যান তিনি। পাহাড়ে হাঁটতে গিয়ে একসময় পড়ে মাথায় আঘাত পান ও জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে তিনি বনের ঘন কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পাননি বলে জানিয়েছেন। এরপরই ঘন বনে একা একা শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম।
হারিয়ে যাওয়ার পর তিনি ঠিক করেন সেদিন রাতটা বনের মধ্যে থাকা জলের আশেপাশে কাটাবেন। এভাবেই কেটে যায় দুইদিন। এসময় জিনি আকাশে হেলিকপ্টার দেখেছেন কিন্তু ধোঁয়া কিংবা হাজার হইচই করেও দৃষ্টি আকর্ষণ করতে পারেননি।
জঙ্গলে বেঁচে থাকার জন্য এসময় তিনি খেয়েছেন কাঠবিড়ালি, টিকটিকি, সাপ, শ্যাওলা। বনে বৃষ্টি, তুষারপাত ও শীতের হাত থেকে রক্ষা পেতে একটি বড় গাছের গুঁড়ির নিচে বানিয়েছিলেন থাকার জায়গাও।
যা ঢেকে দিয়েছিলেন ঘাস, লতাপাতা দিয়ে। তবুও কখনো কখনো রাতে বনের তাপমাত্রা ২৫ ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যেত।
অবশেষে গত শনিবার তাকে খুঁজে পেয়ে অন্যান্য শিকারিরা নিয়ে আসে স্থানীয় উকরিয়াহ শহরে। সেখানেই একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।