বর্তমান বিশ্বের সব চাইতে জনপ্রিয় ইন্টারনেট ওয়েব ব্রাউজার মজিলার লেটেস্ট ভার্সন ১৮ প্রকাশিত হয়েছে। এই ভার্সনের সব চাইতে মজার দিকটি হল যে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশি বাংলাভাষা এবং পশ্চিম বঙ্গের বাংলা ভাষা সহ ৭০টি ভাষায় প্রকাশিত হয়েছে! কি কি ফিচার আছে এতে চলুন একটু চোখ ভুলিয়ে নেওয়া যাকঃ ১. আগের চাইতে উচ্চগতির ব্রাউজিং এর নিশ্চয়তা। ২. সিকিউরিটি ব্যবস্থা উন্নততর করা হয়েছে। ৩. লোড রিলোড টাবকে আরও সহজ করা হয়েছে। ৪. ওয়ান ক্লিক বুকমার্কিং করা যাবে প্রতিটা ট্যাবকে। আরও বিস্তারিত জানার জন্য টু মারতে পারেন এই লিংকে http://www.mozilla.org/। এই নিচের লিঙ্কের থেকে আপনার দরকারি ব্রাউজার ডাউনলোড করে নিন। ক. লেটেস্ট ভার্সন ১৮.০ ১.উইন্ডোজ ভার্সন ফায়ার ফক্স ১৮.০ Click This Link ২.এন্ড্রয়েড ভার্সন Click This Link খ.ফায়ারফক্স বেটা ভার্সন ১৯.০ ১. উইন্ডোজ বেটা ১৯.০ ভার্সন Click This Link ২. এন্ড্রয়েড বেটা ভার্সন Click This Link_beta গ.ফায়ারফক্স অ্যারোরা(প্রি-বেটা) ভার্সন ২০.০ ১. উইন্ডোজ প্রি-বেটা ২০.০ Click This Link ২. প্রি-বেটা এন্ড্রয়েড ভার্সন Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।