আমাদের কথা খুঁজে নিন

   

ডবল কোরবানির ঈদ



বাংলাদেশে থাকতে দুই দিন ঈদ দেখেছি। বাংলাদেশের একটি অঞ্চলের লোকেরা সম্পূর্ণ আলাদাভাবে ঈদ উদযাপন করে। কিন্তু সেই একই অবস্থা যে দূর পরবাসেও হয়, প্রথমবারেই দেখে নিলাম। রোজার ঈদে দুই গ্রুপে ঈদ হল। বাংলাদেশীদের একদিন, পাকিস্তানী আর আরবদের একদিন।

কোরবানির ঈদে দেখি আরো গন্ডগোল, বাংলাদেশীরাও দ্বিধা-বিভক্ত। গতকাল এক অংশ ঈদ পালন করে ফেলেছে। আমরা আজ নামাজ পড়ে এলাম। গতকাল আমাদের অফিসে আমার বস ঈদ পালন করলেন, আজ আমার টীম লিডারের ঈদ। যদিও দুজনেই পাকিস্তানী।

পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, নিউ ইয়ার, দূর্গাপুজা, থ্যাংকস গিভিং, হ্যালোইন, ক্রিসমাস সবই তো আমরা সবাই একই দিনে পালন করতে পারি। আর আজকের এই প্রযুক্তিগত উৎকর্ষতার যুগে চাঁদের অবস্থান আগামী কয়েক বছর পর্যন্ত নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব। কোরবানির ঈদ বোধহয় তিনদিন পালন করা যায়, তারপরেও বাৎসরিক একটা উৎসব, সবাই মিলে কি একসাথে পালন করা যায় না ? -- আশিক মুর্শেদ, টরন্টো থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।