আমাদের কথা খুঁজে নিন

   

ইমন-মিমের 'জোনাকির আলো'

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুর 'জোনাকির আলো' ছবির শুটিং বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। গত বছরের মার্চে ছবিটির শুটিং শুরু হয়েছিল। অবশেষে দীর্ঘ ১০ মাস পর ছবির কাজ পুরোপুরি শেষ হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু বলেন, 'দীর্ঘদিন ছবিটি নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় কাটিয়েছি। ছবির শুটিং যথাযথভাবে শেষ করতে পেরে চিন্তামুক্ত হলাম।

' তিনি আরও বলেন, 'ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ছবিটি সেন্সরে দেব। ইতোমধ্যেই মূল দৃশ্যের এডিটিং শেষ হয়েছে। ভারতের চেন্নাইয়ে পোস্ট-প্রোডাকশনের কাজগুলো হয়েছে। পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যেই দ্রুতগতিতে যাবতীয় কাজ শেষ করা হচ্ছে।

আশা করি, ছবির গল্প ও নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করবে। ' ত্রিভুজ প্রেমের গল্প এবং জীবনের নানা টানাপড়েন নিয়ে জোনাকির আলো ছবির কাহিনী আবর্তিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন কল্যাণ, ইমন, মিম, দিতি, মিতা চৌধুরী, তারিক আনাম খান, করভী মিজান, গাজী রাকায়েত, মাসুদ আলী খান ও শিশুশিল্পী ফারহান। ইম্প্রেস টেলিফিল্মের প্রযোজনায় কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, চিত্রগ্রহণ, শিল্প-নির্দেশনা, সম্পাদনা করেছেন পরিচালক নিজেই। ছবির গানে কণ্ঠ দিয়েছেন- আগুন, পড়শী, বাপ্পা মজুমদার, কণা, ইব্রার টিপু, হায়দার হোসেন ও ন্যান্সী।

সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, ইব্রার টিপু, সাদ ও হায়দার হোসেন। গান লিখেছেন প্রখ্যাত গীতিকার রফিকুজ্জামান, জুয়েল মাহমুদ, ইউসুফ আল মামুন ও কবির বকুল। আরো দেখুন- সোউরসঃ বিডি-প্রতিদিন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।