আমাদের কথা খুঁজে নিন

   

টুটুল-নাদিয়ার ১৪৪ ধারা

একজন চলচ্চিত্র প্রযোজক হিসেবে সফলই ছিলেন নাজিম উদ্দিন চেয়ারম্যান। ইচ্ছা ছিল নিজ পরিকল্পনায় 'প্রেমের ১৪৪ ধারা' নাটকটি নির্মাণ করবেন। কিন্তু শুটিং শুরুর আগেই তিনি পরপারে পাড়ি জমালেন। তবে তার স্বপ্ন থমকে দাঁড়ায়নি। নাট্যরচয়িতা জি এম ছারোয়ারের লেখা গল্প নিয়ে পরিচালক রাশেদ বিপ্লব নির্মাণ করছেন ঢাকাইয়া ভাষার নাটক 'প্রেমের ১৪৪ ধারা'।

শুক্রবার উত্তরা শিশির হাউসে ধারাবাহিক এ নাটকটির শুটিং শুরু হয়েছে। এ নাটকে প্রায় দুই বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন জনপ্রিয় নাট্যাভিনেতা টুটুল ও অভিনেত্রী নাদিয়া। অভিনয় প্রসঙ্গে নাদিয়া বলেন, তিনি ভীষণ কো-অপারেটিভ একজন শিল্পী। অভিনয় করার আগে রিহার্সেল করার মানসিকতাটা তার আছে। এ নাটকে তিনি ঢাকাইয়া ভাষা বেশ ভালো রপ্ত করেছেন।

টুটুল বলেন, নাদিয়ার সঙ্গে এর আগের কাজগুলো যেমন ভালো ছিল, আশা করছি এই নতুন ধারাবাহিক নাটকটিও দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে। এটি এশিয়ান টিভিতে প্রচার হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।