আমাদের কথা খুঁজে নিন

   

বড় দুই দলের সমঝোতার অপেক্ষায় ইসি

নির্বাচনকালীন সময় নিয়ে বড় দুই দলের সমঝোতার দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আমরা আশাকরি বড় দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা হবে। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী সংসদে পাস না হওয়ায় এখনো নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করতে পারছে না ইসি।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, সমঝোতা হওয়ার আগেই আচরণবিধি চূড়ান্ত করলে সব দরজা বন্ধ হয়ে যাবে।

এ জন্য এখনো রাজনৈতিক সমঝোতার অপেক্ষায় আছি।

আচরণবিধি সম্পর্কে তিনি বলেন, আচরণবিধির কাজ চলছে। চলতি সপ্তাহেই সবার জন্য সমান সুযোগ রেখে আচরণবিধি চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সম্পূর্ণ নিশ্চয়তা দিতে চাই।

এ জন্য একটু সময় লাগছে। গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দলের সঙ্গে তিন বছর থাকার বাধ্যবাধকতা তুলে দেওয়া সম্পর্কে তিনি বলেন, আইন প্রণয়ন করা সংসদের কাজ। জনগণ ভোট দিয়ে তাদের সেখানে পাঠিয়েছে। তারা যেটা ভালো মনে করে সেটাই সিদ্ধান্ত নেবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সারা দেশে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে।

এটা আমাদের কাম্য নয়। উল্লেখ্য, সংবিধান অনুযায়ী ইসিকে আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।