সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউজারনেম MASUMRBD3 অথাত এর আগে অনেক আইডিখুলেছিলাম টেকটিউন এ কিন্তু এডমিন আমার টিউন করা বন্ধ করে দেয়। কেন জানি না। তবে কী আমার টিউন মানসম্পন্ন হয় না? যাইহোক ২০১২ সাল থেকে টেকটিউনস এ আছি, এ্রর আগে আমার আনেক টিউন পড়েছন। এবার কাজের কথায় আসি।
এসব পড়তে পড়তে খুব বিরক্ত বোধ করেছন না!
আপনারা সবাই হয় জিপি এর ফ্রি নেট অনেক টিউন দেখেছেন। যারা ব্যবহার করেন তারা https সাইট সমূহ ব্যবহার করতে পারেন না তাই আমার এ টিউন করা । GP mms সম্পকে জাহিদ ভাইয়ের এই টিউন http://www.techtunes.com.bd/internet/tune-id/250010 দেখন। আর এবার সব ওয়েব সাইট ব্রাউজ করার পালা।
প্রথমে http://www.sslpro.org এই সাইটে যান।
তারপর যে সাইটে যেতে চান তা লিখুন এবার ইচ্ছেমত ব্রাউজ করুন। ভাল লাগলে Comment করতে ভুলবেন না।
আমার ফেসবুক http://www.faecbook.com/masumrbd বুঝতে সমস্যা হলে জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।