আমাদের কথা খুঁজে নিন

   

এল আইপ্যাড এয়ার ও রেটিনা মিনি

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল ও সংবাদ সংস্থা বিবিসি পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ২২ অক্টোবর উন্মেচন করা আইপ্যাড এয়ার ট্যাবলেট আগের সংস্করণের চেয়ে শতকরা ২০ ভাগ পাতলা। আর নতুন সংস্করণের আইপ্যাড মিনিতে থাকছে রেটিনা ডিসপ্লে।
৯.৭ ইঞ্চি পর্দার আইপ্যাড এয়ারের পুরুত্ব ০.৩ ইঞ্চি, ওজন ৪৬৯ গ্রাম। এছাড়া আইফোন ৫এস-এর মতো এতেও ব্যবহার করা হয়েছে এসেভেন চিপ। এতে আইপ্যাড এয়ার ব্যবহার করে শক্তিশালী ডেস্কটপ কম্পিউটারের মতো কাজ করা যাবে বলে জানিয়েছে অ্যাপল।


যখন বাজারে অ্যান্ড্রয়েড ট্যাবলেট বিক্রি অ্যাপলকে ছাড়িয়ে যাচ্ছে বলে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, তখন অ্যাপল নতুন ভার্সনের আইপ্যাড বাজারে ছাড়ল। বিল্টইন মেমোরি ও সাইজের উপর ভিত্তি করে ডিভাইসগুলোর দাম নির্ধারণ করা হয়েছে।
১৬ জিবি বিল্টইন মেমোরির আইপ্যাড এয়ারের দাম পড়বে ৫০০ ডলার। ১২৮ জিবি মেমোরির ডিভাইসটির দাম পড়বে ৮০০ ডলার। ১ নভেম্বর থেকে এটি বিক্রি শুরু হবে।


৭.৯ ইঞ্চি পর্দার আইপ্যাড মিনির নতুন সংস্করণের পর্দায় ২,০৪৮ বাই ১,৫৩৬ পিক্সেল ব্যবহার করা হয়েছে। নতুন আইপ্যাড মিনির প্রতি ইঞ্চিতে রয়েছে ৩২৬ পিক্সেল। এদিকে ডিভাইসটির প্রতিদ্বন্দ্বী নেক্সাস সেভেনে ব্যবহার করা হয়েছে ৩২৩ পিক্সেল। ডিভাইসটির দাম শুরু হয়েছে ৪০০ ডলার থেকে। নভেম্বরের শেষে ডিভাইসটি বিক্রি শুরু হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।