আমাদের কথা খুঁজে নিন

   

দেশ ছাড়ছেন শিক্ষামন্ত্রীর এপিএস!

এবার দেশ ছাড়তে প্রস্তুত হচ্ছেন শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈ (মনি)। ইতোমধ্যে পাঁচ বছরের লিয়েন (ছুটি) চেয়েছেন এ সচিব।

জানা যায়, যুক্তরাষ্ট্রে সপরিবারে পাড়ি জমানোর জন্য ছুটি চেয়েছেন মন্মথ রঞ্জন বাড়ৈ। ছুটির কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে শেভরন কোম্পানিতে চাকরি পাওয়ার কথা উল্লেখ করেছেন। তবে তাঁর তিন বছরের ছুটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল প্রস্তুত হয়ে গেছে।

এখন তা শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের টেবিলে।

মন্মথ রঞ্জন বাড়ৈ পেশায় সহকারী অধ্যাপক। নুরুল ইসলাম নাহিদ ১৯৯৬-২০০১ সময়কালে জাতীয় সংসদের শিক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি থাকাকালেও তিনি তাঁর এপিএস ছিলেন। তবে বর্তমান মেয়াদে শিক্ষামন্ত্রীর এপিএস হিসেবে তিনি শিক্ষা প্রশাসনে প্রচন্ড প্রভাব খাটান বলে অভিযোগ পাওয়া যায়। ইতোমধ্যে অনিয়ম-দুর্নীতির জন্য তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন।

এছাড়া শিক্ষা প্রশাসনে তার নিজের একটি সিন্ডিকেট আছে। আর এই সিন্ডিকেটের কারণে বিসিএস শিক্ষা সমিতির বিগত নির্বাচনে প্রগতিশীল প্যানেলের ভরাডুবি ঘটে। এ ছাড়া নিয়োগ, বদলি, পদোন্নতিসহ নানা কাজে ব্যাপক প্রভাব বিস্তার করে মনি গত পাঁচ বছরে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে জানা যায়।

মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, এপিএস মনি নিজেকে নিরাপদে রাখার জন্য সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশত্যাগের লক্ষ্যে ছুটির আবেদন করেছেন।

শিক্ষামন্ত্রী তাঁর এপিএস মনির ছুটির আবেদনের বিষয়টি স্বীকার করে জানান, আবেদন জমা পড়েছে।

কিন্তু এখনো অনুমোদন হয়নি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারি স্বপরিবারে যুক্তরাষ্ট্রের যাওয়ার পথে এয়ারপোর্ট থেকে আটক করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।