আমাদের কথা খুঁজে নিন

   

কাজ কম কথা বেশি, সুশীল সমাজকে বড় ভালবাসি।

জগৎ টা অনেক রহস্যময়, তার চেয়ে বড় রহস্যময় আমরা নিজেরা। সেই রহস্য বাহ্যিক রহস্যকেও হার মানায়। আমাদের দেশে সুশীল সমাজ নামে একটি গুষ্টি বিদ্যমান। এদের অনেকেই দেখি ফেবু আর ব্লগ এ বর্তমান রাজনৈতিক দূষণ নিয়ে লেখালেখি করে, রাজনিতিবিদ দের গালাগালি করে। আমি বলব কিবোর্ড হাতে নিয়ে পিছনে বসে সুশীলগিরি না দেখিয়ে পারলে নিজে মাঠে নেমে কাজ করুণ।

পরিষ্কার করুণ এসব। শুধুমাত্র ব্লগে বা ফেবুতে এসব নিয়ে লিখে কোন লাভ নেই। কাটা দিয়ে যেমন কাটা তুলতে হয় ঠিক তেমন এসবের মধ্যে থেকে রাজনীতি করে দেশের ও জাতির উন্নতি করতে হবে। ল্যাপটপ এর পিছে বসে করলে হবে না। ইংরেজদের দেশ থেকে তারাতে যেমন ইংরেজি শিখতে হয়েছিল ঠিক তেমনি রাজনীতি কে পরিচ্ছন্ন করতে হলে এর মধ্যে থেকেই করা লাগবে।

রাজনীতি কিংবা রাজনিতিবিদ দের গালাগাল এর মধ্যে কোন বীরত্ব নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।