চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে ২৯ অক্টোবর আওয়ামী লীগ ও ৩০ অক্টোবর বিএনপির সাথে বৈঠক করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে সিপিবি-বাসদ’এর নেতৃবৃন্দ ইতমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সিপিবি-বাসদের নেতৃবৃন্দ বৈঠক করবেন।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।