আমাদের কথা খুঁজে নিন

   

দাও অঞ্জলি তোমার পূজার

.............নিজেকে আবিষ্কার করা সবচেয়ে কঠিনতম কাজ। জীবনে আর কী করতে পেরেছি, জানিনা। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরীয়া, তিনি আমাকে নিজেকে আবিষ্কার করার ক্ষমতা দিয়েছেন। আমি জানি আমি কী, আমার দূর্বলতা কী, আমার শক্তি কী, আমার উদ্দেশ্য কী এবং আমার গন্তব্য কোথায়।

তোমার হৃদয় মন্দিরের প্রেম দেবীরে তুমি করেছ বাহির , তারে বিনা তোমার পূজা সম্পন্ন হবে কী বীর ? পুষ্প লয়ে তুমি এসেছিলে দেবীর দুয়ারে , তোমার মন্দিরে প্রতিষ্ঠা পাবে দেবী এই আঁশ নিলো যে মনে ।

দেবী চলিলে যে পুষ্প ঝড়াবে দুনিয়ার সব পুজারী , শুধু তোমারই পুষ্পমন্ডিত হবে এই সাঁধ করেছে দেবী । । দু’কদম সাথে চলিলে আর দু’কদম আগে , তোমার মন্দির দুয়ারে এসে তুমি মুখ ফেরালে । বললে তুমি , “হে দেবী, তুমি নও গো আমার মন্দিরের যোগ্য , আমার মন্দির গড়িয়াছি আমি অতিশয় উচ্চ দেবীদের জন্য । ।

” রুদ্ধ করে দিলে তব তোমার মন্দিরের দুয়ার । হে পূজারী , তুমি কী জান? তোমাতে চেপেছে এক পর্ব্তসম অহঙ্কার । কে উচু ? কে নীচু ? বিচারের দৃষ্ঠতা করিও না গো বীর । বিদির বিধান জানা কী সম্ভব ? তোমার মত এক সামান্য পূজারীর । ।

শূন্য মন্দির তোমার , তবু আজ ও রুদ্ধ দ্বার । বজ্রপাত একই জায়গায় হয় না দ্বিতীয়বার । হে বীর পূজারী , এমনটা যেন কভু নাহি হয় । তোমার হৃদয় মন্দির চিরকাল যেন শূন্য নাহি রয় । ।

তুমি তো উদার , তবে কেন এত আড় ? ঝেড়ে ফেলে সব বেড়ী খুলে দাও দ্বার । দেবী আজও অপেক্ষমান ধরিয়া দুয়ার । দাও অঞ্জলি তারে তোমার পূজার । ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।