আমাদের কথা খুঁজে নিন

   

আজও সাক্ষী না এলে কাল নিজামীর বিরুদ্ধে যুক্তিতর্ক

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে সর্বশেষ সাক্ষী ব্যারিস্টার নাজিব মোমেনের জবানবন্দি গ্রহণের জন্য আজ পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করেন। আজ আসামি পক্ষ সাক্ষী হাজির না করলে আগামীকাল থেকে প্রসিকিউশনকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সকালে ট্রাইব্যুনাল বসলে হরতাল ও শারীরিক অসুস্থতার জন্য সাক্ষী ও সিনিয়র আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি দাবি করে সময়ের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী মো. আসাদ উদ্দিন। ২৪ অক্টোবর নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন এ মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শুরু করেন।

রবিবার তার অসমাপ্ত জবানবন্দি গ্রহণের কথা ছিল। কিন্তু হরতালের কারণ দেখিয়ে এ দিন আসামি পক্ষের সাক্ষী ও আইনজীবী হাজির হননি।

আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠন ১২ নভেম্বর : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ১২ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করা হয়েছে। ১০ অক্টোবর প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে গতকাল আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। তবে আসামি পক্ষে কোনো সিনিয়র আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না।

মীর কাসেমের বিরুদ্ধে উদ্বোধনী বক্তব্য ৭ নভেম্বর : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের উদ্বোধনী বক্তব্য উপস্থাপন ৭ নভেম্বর। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ২০১২ সালের ১৭ জুন গ্রেফতারের পর কারাগারে রয়েছেন মীর কাসেম আলী।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।