অসৎ উদ্দেশ্যে দুই নেত্রীর কথোপকথন গণমাধ্যমে ছাড়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপের আগেই প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার টেলি কথোপকথন গণমাধ্যমে আসায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।
আজ মঙ্গলবার হরতালের তৃতীয় দিনে সকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দুই নেত্রীর কথোপকথন গণমাধ্যমে প্রকাশ নীতিবহির্ভূত, শিষ্ঠাচার বিবর্জিত এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ওই কথোপকথন গণমাধ্যমে সম্প্রচার করেছেন।
ফকরুল আরও বলেন, একাত্তর টেলিভিশনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার টেলিফোনের কথাবার্তা প্রচার করা হচ্ছে। এটা সম্পূর্ণ নীতিবর্হিভূত ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা মনে করি। এ থেকে বোঝা যায়, সরকার সংলাপের পরিবেশ সৃষ্টি হোক তা চায় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।