আমাদের কথা খুঁজে নিন

   

অপি করিম / সংবাদ উপস্থাপনা


বাংলা ভিশনে অপি করিম নিজের গলায় গান গাইল। আমি তো পুরা টাস্কি, এই বেসুরা গান গাওয়ার মানে কি? কত টাকা পাইছে আল্লা্ই জানে ? এর চেয়ে তো ইভা রহমানও ভাল গান গায়। দেশে টিভি চ্যানেল বেশি হওয়াতে মান রক্ষা করা আর বোধায় সম্ভব হচ্ছে না। এখন খবর দেখে বোঝা দায়, কয়টা লাশ পড়েছে? কেউ বলে ৫ টা আবার কোন চ্যানেল বলে ৬ টা। আমাদের দেশের খবর গুলো তথ্যবহুল না।

পুরা ৩০ মিনিট পর একটা সারাংশ বোঝা যায় মাত্র। যেমন: হয়ত বলা হল, "সাভারে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, ১৫ জন আহত। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। " এই টুকু শুনে আপনি কি কি বুঝবেন? শুধু বুঝবেন যে, একটা এক্সিডেন্ট হয়েছে। এতে আপনি অবশ্যই দু:চিন্তায় পড়বেন যদি আপনার নিকট আত্মীয় কেউ ঐ রুটে যাওয়ার কথা থাকে।

কিন্তু খবর উপস্থাপনটা এরকম হতে পারে: "সাভারে 'অমুক জায়গায়' ঢাকা থেকে ছেড়ে আসা ১১ টা ৩০ মিনিটের রাজশাহী গামী শ্যামলী বাস, মালবাহী বিপরীত মুখী ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। একজন মধ্যবয়ষ্ক পুরুষ ও একজন মহিলা ঘটনাস্হলে মারা গেছে। নিহতদের মধ্যে পুরুষের নাম 'অমুক' এবং মহিলা নাম অঞ্জাত। আহতদের 'অমুক' হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। " এখন আপনি বলুন, কোনটা আসলেই খবর।

কোনটা ভাল লাগে? কোনটা হওয়া উচিত? শুধু তরুনীদের সুন্দর সুন্দর শাড়ি পড়াইয়া কসমেটিক এর সেরাম ঘোসামাজা দিয়া বসাইয়া রাখে। দিনে সারাক্ষণ এই পুতুলগুলো কে দেখতে ভাল লাগে না। হতে পারে, আমি মেয়ে বলে ভাল লাগে না। কিন্তু পুরুষদের মনে হয় ভালই লাগে।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।