আমাদের কথা খুঁজে নিন

   

লাইক চাহিয়া লজ্জা দিবেন না এবং তিনটি ফেসবুক স্টাটাস !(যারা ঘরে বসে দেশ উদ্ধারে ব্যাস্ত তারা এড়িয়ে যান, একেবারেই যাদের কাজ নাই তাদের জন্য)

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায় হাসতে হাসতে শ্যাষ ! স্টাটাস নং ১ ফেসবুক স্টাটাস কাকে বলে ? বাপের পয়সার শ্রাদ্ধ আর নিজের মেধার উপর্যপুরী বারোটা বাজিয়ে কিবোর্ডের একটার পর একটা কি চেপে শব্দের অবৈধ মিলন ঘটিয়ে যে ফালতু বাক্য প্রসব করান হয় তাকেই ফেসবুক স্টাটাস বলে । স্টাটাস কত প্রকার ও কি কি ? ভাব আদর্শ আর প্রোফাইলধারীর আর্থিক অবস্থা বিবেচনায় স্টাটাসকে মুলত ৪ ভাগে ভাগ করা যায় । উচ্চবিত্ত স্টাটাস : Hi dUde...wAzzup ! ইউ নো 21st ফেব্রুয়ারী আমাদের Mother lAnGuage day.So leTs taKe dJ pArtY to CeleBraTe tHis day...CoMe n sEt FiRe On FLoRe ! (ইহা একটি আবাল মার্কা স্টাটাস) মধ্যবিত্ত স্টাটাস :বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে ভোজ্য তেল এবং দ্রব্যমুল্যের উর্ধগতি সরকারের সামগ্রিক উন্নয়নের সফলতাকে ম্লান করে দিয়েছে । দেশের প্রতিটি সেক্টর আজ দুর্নীতির কড়াল গ্রাসে ভেঙ্গে পড়েছে । মানব উন্নয়ন সুচকে সাত ধাপ এগোলেও মধ্যবিত্তের জন্য বেচে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ ।

(ইহা একটি সুশীল মার্কা স্টাটাস) নিম্ন মধ্যবিত্ত স্টাটাস :মাননীয় প্রধান মন্ত্রী,গাধার সামনে মুলা ঝুলিয়ে ক্ষমতায় এসেছিলেন । আমরা কিন্তু এখন আর গাধা নই । গরীবের পেটে লাথি মেরে আকাশ কিনে ফেলছে আপনাদের মন্ত্রীরা । ওদের থামান। মাথা একটা ভোট একটা,আবার কিন্তু আসতে হবে ।

শ্রমিকের ঘাম আর শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না । মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না । (ইহা একটি প্রতিবাদী স্টাটাস ) নিম্নবিত্ত স্টাটাস :নিম্নবিত্তের আবার স্টাটাস কিয়ের !ডিজিটালের জোয়ারে যদিও বা সুযোগ তবে স্টাটাসটা বড়জোর হতো "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পুর্নিমার চাদ যেন ঝলসান রুটি । স্টাটাস নং ২ চিন্তা করতেছি একটা লাইক এজেন্সি খুলমু । নাম দিমু লাইক এন্ড হাইক !বিলবোর্ডে লেখা থাকবে এখানে সল্পমুল্যে ফেসবুকের বিভিন্ন বালছাল স্টাটাসে লাইক দেয়া হয় ।

সীমিত পরিসরে কমেন্ট এবং শেয়ার করারও সুব্যাবস্থা আছে তবে এজন্য প্রোফাইলধারীকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে । আপনি যতই ভুদাই কিসিমের পাবলিক হন না কেন আপনাকে সেলিব্রেটি ফেসবুকার বানানোর দায়িত্ব আমাদের । স্লোগান হবে "টাকা আপনার প্রফাইল আপনার কিন্তু দায়িত্ব আমাদের । প্রতি প্যাকেজের সাথে বিনামুল্যে ২ বোতল সুরেশ সরিশার তেল আর ১ পাতা ডিজোপেন ২ প্রদান করা হইবে। এসুযোগ কেবল আবাঙ্গাল,মগাটাইপ পাবলিকের জন্য ।

যারা সফ্টওয়ার দিয়া লাইক কামান তাদের ১০০ হাত দুরে থাকবেন। স্টাটাস নং ৩ চা বিড়ির দোকানে বড় অক্ষরে লেখা থাকে "বাকী চাহিয়া লজ্জা দিবেন না " ভাবতেছি নিজের প্রফাইলে কভার ফটোতের লেইখা দিমু "লাইক চাহিয়া লজ্জা দিবেন না । দোকান মালিকের ঐ কথাটি যেমন ছ্যচরা পাবলিকের জন্য প্রযোজ্য তেমনি আমার উক্ত বানীটি কেবল আবাল আর ছাগল প্রজাতির এডমিনদের ক্ষেত্রে প্রযোজ্য  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।