আমার ফেসবুক আইডি-facebook.com/phesabukista
ক্রিকেট আসলেই খুব সহজ খেলা।
তবে তাদের জন্যই সহজ
যারা ঘরে বসে স্ট্যাটাস দেয়
"বাংলাদেশ বা* খেলছে"!
আমাদের দেশের ক্রিকেট টিমের ১১ জন খুব
ভালো প্লেয়ার না।
ভালো প্লেয়ার তারাই যারা বাংলাদেশ
টিমের দুঃসময়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়
"বা* খেলছে বাংলাদেশ"!
একটা ঘটনা বলি -
এ বছরেরই প্রথম দিকে আমাদের কলেজ
টুর্ণামেন্ট ছিলো। ফাইনালে আমাদের
দলের(মেঘনা) বিপক্ষে ছিলো পদ্মার
খেলা। জমজমাট একটা ফাইনাল
হয়েছিলো।
আমি তখন স্ট্রাইকে ছিলাম।
দলের তখন দরকার ৩০ বলে ৩৬ রান।
আমি ভেবেছিলাম দল জিতিয়েই নামবো।
কিন্তু হলোনা।
বল ব্যাটের কোণায়
লেগে উঠে গেলো উপরে।
তখনও
প্রার্থনা করছিলাম যেনো ক্যাচ মিস হয়।
হলোনা।
আউট হয়ে গেলাম। মনটা খারাপ হয়ে যায়
তখন।
মাঠের বাইরে তখন শ'খানেক দর্শক
(শিক্ষার্থী)।
তাদের মাঝে মেঘনা দলের
সাপোর্টারও অনেক।
সবার সামনে মাথা নিচু করে মাঠ
থেকে বেরিয়ে আসতে এতোটাই খারাপ
লাগছিলো...........।
তারপরও আশা ছিলো কারণ
হাতে ছিলো আরো ৫ উইকেট।
উইকেটে ছিলো সেট ব্যাটসম্যান একজন।
ম্যাচ তখনও আমাদের হাতে।
কিন্তু হেরে গেলাম ১৩ রানে!
সেদিনের ফিলিংস আমাকে নতুন
একটা শিক্ষা দিয়েছিলো।
আমি একটা কলেজের একটা সেকশনের
পক্ষে খেলেছিলাম।
আমাদের দলের উপর ছিলো মাত্র ১৫০ জন
শিক্ষার্থীর প্রত্যাশা।
সেদিন আমাদের দলের
প্রত্যেকটা খেলোয়ারের
মধ্যে দেখেছিলাম জয়ের আকাঙ্খা।
সেদিন দেখেছিলাম আউট
হওয়া প্রত্যেকটা ব্যাটসম্যানের
হতাশাভরা মুখ।
সেদিন "সামান্য একটা ম্যাচ"
হেরে যাওয়ার দুঃখ অনেকদিন
রয়ে গিয়েছিলো আমাদের মনে
আর ওদের কথা ভাবুন।
ওরা খেলছে ১৬ কোটি মানুষের
প্রত্যাশা মাথায় নিয়ে।
ওরা কখনোই ইচ্ছে করে আউট হয়না।
কাউকে ইচ্ছে করে আউট করতে চায়না।
ওরা আমাদের হাসাতে তাদের সর্বোচ্চ
চেষ্টা করে।
মাঠে ১১ জন আর বাইরে ১৬ কোটি মানুষ!
কিন্তু দেশ একটাই-
বাংলাদেশ!
(আমার ফেসবুক স্ট্যাটাস থেকে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।