ঘটনা-১: বাংলাদেশ সচিবালয়ের সীমানা প্রাচীর ঘিরে যে হাটা পথ সেখানে প্রায়ই এক মহিলাকে তার দুধের বাচ্চা নিয়ে শুয়ে থাকতে দেখা যায়। সে হয়ত জানে না তার পাশ দিয়েই প্রতিদিন কত মন্ত্রী, এমপি, সচিব যাতায়াত করে। শীতকাল বলে রোদে শুয়ে দেখতে দেখা যায়। গতকাল রাতের প্রচন্ড ঠান্ডা এবং হিম বাতাসে হঠাৎ তাদের কথা মনে হল। হঠাতই শিউরে উঠলাম।
পরক্ষনেই নিজের দিকে তাকিয়ে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করলাম।
ঘটনা-২: এ ধরণের উপকার সাধারণত আমরা সিনেমা, নাটকে দেখে থাকি। বাস্তব জীবনে সচরাচর দৃষ্টিগোচর হয় না। খুঁজে উপকার করতে গেলেও পাওয়া দুস্কর। একজন অন্ধকে ধরে রাস্তা পার করে দেয়া।
তাও আবার একজন নারী অন্ধ। সে বলছিল, এই যে ভাই কে আছেন আমাকে একটু রাস্তা পার করে দেন। আশে পাশে তেমন কেউ ছিল না অথবা কেউ হয়ত খেয়াল করেনি। কেউ এগিয়ে আসার আগেই সুযোগটা লুফে নিলাম। রাস্তা পার করে দিতেই সে দোয়া করল।
পুরো ঘটনা শেষ হতেই ৩টা বিষয় মনে পরলো-
. ‘গজনি’ ছবিতে অশিনের এক অন্ধের হাত ধরে রাস্তা পার করে দেয়া
. নিজের ভেতর একটা ভাল কাজের অনুভুতি
. মনে হল তার দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে যা উপলব্ধি করতে পারছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।