আমাদের কথা খুঁজে নিন

   

ভুল করে ভালোবেসে তোমার ঠোটেঁ ফোটাই গুচ্ছ গুচ্ছ গোলাপ।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ভুল করে ভালোবেসে তোমার ঠোটেঁ ফোটাই গুচ্ছ গুচ্ছ গোলাপ। শাফিক আফতাব................. তোমার চোখে চোখ রাখলে আমি দুঃখ ভুলে যাই, সাগরের অথৈ নীলজলে কিংবা বিস্তরিত আকাশের নীলে তাকালে দূরীভূত হয় দুঃখসকল, তোমার চোখে চোখ রাখলে অনুরূপ মুছে যায় জীবনের টানাপোড়েন, বিষাদের ছায়া, দুষিত বাতাস আর কাদাজল।

একগুচ্ছ শুভ্রতা শরতের প্রথম প্রভাত হয়, রজনীগন্ধার স্নিগ্ধতা হয়, মুগ্ধতা চলে আসে, হৃদয়ের বিরাণ প্রান্তর সুবাসিত হয়, পুষ্পবতী হয় মনকানন, আননের আঙুলে স্পর্শ আসে অমরাবতী-অনুভব। আমি প্রার্থনায় পবিত্রহাতে প্রভূর নৈকট্য যেমন চাই, অমন এক পবিত্রতা নিয়ে তোমাকে কামনা করি, শিশিরভোরে যে শুভ্রতা নিয়ে ফোটে প্রথম গোলাপ, কিংবা মায়ের জরায়ূ ছিড়িঁ যে শাবকটি সদ্য প্রসব হলো একদম খাঁটি পবিত্রতা নিয়ে__অমন একটি শুদ্ধতায় তোমাকে কামনা করি , তুমি ফুলের মতোন চোখের পাঁপড়ি মেলে ফুটে ওঠো দুটো শুভ্রডাগর চোখে, তখন একরাশ উদারতা আকাশের মতোন বিস্তারিত হয়__ ঐ চোখে আমি চোখ রাখি, তুমি কামনায় নিবেদিত হও, আমি দুঃখ ভুলে তোমার গহীনে নামি, হৃদয়ের ভিতর মাছগুলো খলবল করে ওঠে, তোমার বুকের জমাট পুলকে তখন ফুটে ওঠে ফুল, আমি ভুল করে ভালোবেসে তোমার ঠোটেঁ ফোটাই গুচ্ছ গুচ্ছ গোলাপ। ২৯.১০.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।