আমাদের কথা খুঁজে নিন

   

এই পোস্ট যতক্ষণ সামু ব্লগ ও নারীদের অপমান করতে থেকে যাবে ততক্ষণ আমি পোস্ট দিয়ে প্রতিবাদ করতেই থাকব, আমার যা হয় হবে ........

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। আগেও পোস্ট করেছি, এখনো করলাম, সমুর চোখে না পড়লে বড় কষ্টের কথা... সামুকে সমাজ ভাবি, সে সমাজের কোনো সদস্য দোষী হলে শাস্তি পাবে না কেন? FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা। FREE THINKER কালপ্রিটের সেই পোস্ট সহব্লগাররাও এই বিষয়ে সোচ্চার আওয়াজ তুলেছে, সামুতে নারীদের ধর্ষণ ঠেকান!!!! এখনি!!! সামু'র মডারেশন প্যানেলে যাঁরা আছেন তারা বসে বসে কী করেন? আমি বুঝতে পারছি না- সংশ্লিষ্ট পোস্টটি কেনো এখনও মুছে ফেলা হচ্ছে না? সামু কি আমার এই প্রশ্নের কোনও জবাব দিতে পারবে???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।