আমাদের কথা খুঁজে নিন

   

২৬ ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলের মুক্তি

ইসরায়েল প্রতিবেশী ফিলিস্তিনের ২৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে। ইসরায়েলের কারা কর্তৃপক্ষের মুখপাত্র সিভান ওয়েইজম্যান এ খবর জানিয়েছে।
 
সিভান জানান, বুধবার পশ্চিম তীর থেকে ২১ জন ও গাজা উপত্যকা থেকে পাঁচ বন্দিকে  মুক্তি দেয়া হয়েছে।
 
ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার অংশ হিসেবে চার দফায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার কথা রয়েছে ইসরায়েলের। এ নিয়ে দুই দফায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া হলো।
 
উল্লেখ্য, চার দফায় মোট ১০৪ জন বন্দিকে মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।