আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন সুকুমার বৃত্তির সুকুমার রায়!

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

"পদে পদে মিল খুঁজি গুনে দেখি চোদ্দ, মনে ভাবি লিখিতেছি কী ভয়ানক পদ্য। হয় হব ভবপতি, নয় কালিদাস কবিতার ঘাস খেয়ে চরি বারো মাস!" --- আজকে নাকি সুকুমার রায়ের জন্মদিন? এই লোক তো মোটেই পপুলার না। কাহিনী কী? এই ব্যাটা নাকি আবার 'মিলা'-র বাবুরাম সাপুড়ে গানটা নিজের ছড়া বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছিল। কত বড় সাহস! যা'হোক, সেই শৈশব থেকে আমাকে কাতুকুতু দিয়ে হাসানোর অনেক চেষ্টা চালিয়ে গিয়েছেন এই লোক, সব চেষ্টাই সফল। এখনো নামটা শুনলেই হেসে ফেলি, শত দুঃখের মাঝেও মনটা চনমনে ফ্রেশ হয়ে ওঠে। কোথায় যেন একটা মিল খুঁজে পাই - মনে হয় সব গুলো লেখা আমার জন্যই লেখা হয়েছে। একজন অসাধারণ লেখকের এটাই বোধহয় সবচেয়ে বড় সাফল্য, পাঠকের কাছাকাছি পৌঁছে যাওয়া। আমার সবচেয়ে পছন্দের চারটা লাইন লেখা শুরুতে দিয়েছি, আপনার পছন্দের লাইন গুলো কমেন্টে দিয়ে যেতে পারেন। জানা হবে কোন কোন রচনাগুলো আমাদের সবার মনে দাগ কেটে গিয়েছে। সুকুমার বৃত্তির চর্চায় আজ সবার সারাদিন সুকুমার ময় কাটুক!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।