সারাদেশে পুলিশ প্রশাসন হরতাল সমর্থকদের ঠেকানোর কাজে ব্যস্ত ঠিক তখনি ফতুল্লায় উৎকোচের বিনিময়ে বিএনপিকে মিছিল করার সুযোগ দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ঘরানার ওসি আকতার হোসেনের বিরুদ্ধে। গত সোমবার বিকাল ৩টায় থানার সামনে প্রকাশ্য থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আজাদ বিশ্বাসের নেতৃত্বে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়াও কোন গ্রেফতার কিংবা হয়রানি না করার শর্তে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে মোটা অংকের বখশিষ নেয়ারও অভিযোগ উঠেছে ওসি আকতারের বিরুদ্ধে।
সূত্র জানায়, পিরোজপুর জেলার সরূপকাঠি আসনের সরকার দলীয় এমপি শাহ আলমের মেয়ের জামাই হিসাবে পরিচিত আকতার হোসেন ফতুল্লা থানার ওসি। অনেকেই তাকে শামীম ওসমানের আর্শীবাদপুষ্ট বলে জানেন।
কয়েকবার তাকে বদলী করা হলেও আওয়ামী লীগের নিজস্ব ওসি বলে তার বদলী আদেশ বাতিল হয় কয়েকদফা। তার বিরুদ্ধে এর আগেও টাকার বিনিময়ে বিএনপিকে মিটিং-মিছিল করার সুযোগদানের অভিযোগ ছিল। তবে ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে থানার সামনেই প্রকাশ্যে বিএনপিকে মিছিল করার সুযোগ দেয়া নিয়ে অভিযোগ উঠে। সর্বমহলে রটে গেছে, ২ লাখ টাকার নিয়ে শাহ আলমপন্থি বিএনপির নেতাকর্মীদের মিছিল করার সুযোগ করে দেন ওসি আকতার। এ ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ মশিউর রহমান শাহিন পুলিশের সাথে সমঝোতার কথা অস্বীকার করে বলেন,পুলিশ আমাদের মিছিলে ধাওয়া দিয়েছে।
তবে ওসি আকতার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও গত সোমবার বিকাল ৫টা ১৮ মিনিটে তার মোবাইল ০১৭১৩৩৭৩৩৪৬ নম্বরটি রিসিভ করেননি তিনি।
এ ব্যাপারে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম. সাইফউল্লাহ বাদল জানান,ওসি আকতার হোসেন আওয়ামী লীগের দোহাই দিয়ে চাকরী ক্ষেত্রে ফায়দা নিলেও আসলে ওনি বিএনপি-জামাতের এজেন্ট। আর তিনি কখনোই আওয়ামী লীগ এমপির মেয়ের জামাই নন। তবে আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে। তিনি বিভিন্ন সময়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে আন্দোলনের সুযোগ করে দেন আর্থিক সুবিধার মাধ্যমে এটাই সত্য।
তার অপকর্মের কাহিনী আমরা উচ্চ পর্যায়ে জানাচ্ছি।
সূত্র- সকাল বার্তা প্রতিদিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।