সকল বন্ধুকে পড়ার অনুরোধ
রইল, দয়া করে কেউ এড়িয়ে যাবেন না
☼হাম্বলী মাযহাবের ইমাম ইবনে
হাম্বল (রহঃ) যিনি অনক উচুমাপের
ইমাম ছিলেন, বাতেলের বিরুদ্ধে গর্জে
উঠার কারণে বাদশাহ মামুন
কর্তৃক তাকে বেত্রাঘাত করা
হয়েছিল |
↓
☼ তারই একটি ঘটনা -তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত
তখন একলোক কাটা সাটা দাড়ি
মাথায় পাগড়ি বেঁধে গায়ে জুব্বা
লাগিয়ে ইমাম আহমদের খেদমতে
হাজির হয়ে হযরতকে লক্ষ করে
বলতে লাগল, হযরত ! আপনি নাজাত
পেয়ে গেছেন, হযরত বললেন,
এখনও নয় এখনও নয়, সে বার বার
একই কথা বলতে লাগল,আর হযরত ও প্রতি উত্তরে বার বার বলতে লাগলেন
এখনও নয় এখনও নয় | হযরতের
পাশে বসা ছিলেন উনার ছেলে
আবদুল্লাহ | তিনি উনার আব্বা কে লক্ষ
করে বললেন, আব্বাজান ! একজন
নেককার মানুষ আপনাকে
সুসংবাদ দিচ্ছে আর আপনি বার বার
অস্বীকার করছেন, হযরত বললেন
বেটা তুমি জান সে কে? সে হল
শয়তান | সে আমাকে ইহাই বলেছে
যে, আপনি আমার চক্রান্ত থেকে
মুক্তি পেয়ে গেলেন আমি বললাম
এখনও নয়, অর্থাৎ এখনও
তোমার চক্রান্ত থেকে মুক্তি পাই নাই |
↓
☼ মোটকথা মৃত্যুর আগ পর্যন্ত
শয়তান প্রতিটি লোককে জাহান্নামী
করার জন্য প্রাণপণ চেষ্টা চালায় |
বিশেষ করে মৃত্যুর সময়
শয়তান তার সর্বস্ব দিয়ে
মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে
ঈমান হারা করার জন্য |
তাইতো ইমাম আহমদ (রহঃ) বলে
উঠলেন এখনও নয় |
স্বয়ং হুজুর (সাঃ) ও ঈমানের সাথে
মৃত্যু কামনা করে উম্মতকে
বিভিন্ন দোয়া শিখিয়েছেন যেন মৃত্যু
কালে শয়তানের চক্রান্ত থেকে
আল্লাহপাক হেফাজত করেন |
↓
☼ প্রিয় বন্ধুরা ! যদি ইমাম
আহমদ ইবনে হাম্বলের মত
আল্লাহওয়ালার সাথে শয়তান এই
আচরণ করে, তাহলে আমাদের মত
সাধারন মানুষের কী হবে
একটু চিন্তা করলেই শরীর শিউরে
উঠে | তাই আসুন আল্লাহ তা'লার
দরবারে রোনাজারী এবং
পরিয়াদ করি, তিনি যেন আমাদেরকে
খাতেমা বিল খায়ের অর্থাৎ ঈমানের
সাথে মৃত্যু নসীব করেন এবং
শয়তানের চক্রান্ত থেকে হেফাজত
করেন |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।