আমাদের কথা খুঁজে নিন

   

ওরে তরুণ !

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুর রহমান এখন তোমার বয়স কতো? বয়সটা যে উঠতি ফুলের বাগে রাখলে তোরে ফুল হয়ে ঠিক ফুটতি। কিন্তু তোমার মাথার মাঝে ঘুনের পোকা ঢুকিয়ে তিনিই দেখো হাসছে জোরে তোমায় দেখে লুকিয়ে। রাস্তাঘাটে মারছো মানুষ ভাঙছো তুমি গাড়ি তোমায় দিয়ে উনারা যে পুলসিরাত দেয় পাড়ি। তমি যাবা আর কতোদূর এক কমিটির লিস্টিতে পরাণ গেলে কাঁদবে মায়ে ভিজবে রক্ত বৃষ্টিতে। উনার ছেলে তিনার ছেলে কোথায় থাকে জানো কি? পিএম তুমি হবে নাকো এই কথাটি মানো কি? মানোই যদি এই কথাটি বলছি শুনো তোমাকে কলম ধরো শক্ত করে দূরেই রাখো বোমাকে। তোমার বাবার কতোই স্বপন দিছেন তোমায় কলেজে মায়ে কাঁন্দে ঘরের কোণে এইটা রাখো নলেজে। আবেগ তোমার সামলে রেখো বিবেক জাগাও আগে ওরে তরুণ ভাইযে আমার ফুল যে তুমি বাগে। তোমার সুবাস ছড়িয়ে দিতে মানুষ হয়ে ওঠো বাংলাদেশের বাগান মাঝে গোলাপ হয়ে ফুটো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।