আমাদের কথা খুঁজে নিন

   

আর নয় কোন সার্ভিস সেন্টারে এবার নিজেই সার্ভিসিং করুন আপনার যে কোন Epson প্রিন্টার

প্রিয় টেকটিউন ভিজিটরবৃন্দ আপনাদের জানাই টেকটিউন ও আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক মোবারক বাদ। আজ আমি আপনাদের মাঝে এমন একটি সফটওয়্যার উপহার দিব যে সফটওয়্যার দিয়ে আপনি যে কোন Epson প্রিন্টার নিজেই সার্ভিসিং করতে পারবেন। কষ্টে করে যেতে হবে না কোন সার্ভিস সেন্টারে খরচ ও সময় ও ব্যয় হবে না আপনার। আমরা প্রায় সব Epson প্রিন্টারে দেখতে পাই দুই তিন মাস পর পরই সার্ভিস রিকোওয়্যার দেখায়। ( প্রিন্টারের দুইটি লাল লাইট এদিক ওদিক টিপ দেয় কিন্তু কোন প্রিন্ট কমান্ট নেয় না পড়তে হয় হতাশায়।

এই হতাশা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আজ আমি এই টিউন টি করলাম উপকার হলে টেকটিউনসহ আমার জন্য দোআ করবেন।
স্ক্রিন সট-1 আপনার প্রিন্টারে এরূপ সিগন্যাল দেখাতে পারে তখন আপনি আমার দেওয়া লিংক থেকে সফটওয়ারটি ডাউনলোড করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। এই সফটওয়ারটি উইন্ডোজ এক্সপি ও 7 এ চলবে। সফটওয়ার টি ইনস্টল দেওয়ার পর এরূপ একটি চিত্র আসবে স্কিনসট-2 স্ক্রিন সট-3 ঐরূপ আসলে আপনার প্রিন্টারটি কত মডেলের তা উপরের ঘরে এবং নিচের ঘরে সিলেকশন করে দিন।
তারপর আপনি সফটওয়ারটি মিনিমাইজ করুন এবং টাস্কবারে থেকে আপনার ইনস্টল করা সফটওয়ারটি দেখতে পাবেন।

সেখানে গিয়ে মাউসে রাইট বাটনে ক্লিক করুন এবং প্রটেকশন কাউন্টার নামে একটি অপশন আসবে গিয়ে তার সাব মেনুতে ক্লিক করলে আপনি রিসেট প্রটেকশন সেন্টার নাম একটি অপশন পাবেন নিচের চিত্রের মত এখানে একটি ক্লিক করুন দেখাবে your Protection Reset বাস আপনার কাজ শেষ। প্রিন্টারটি অফ করে অন করুন দেখুন আপনার প্রিন্টার আবার সচল হয়ে গেছে। স্ক্রিন সট-4
সফটওয়ার ডাউনলোড এখানে ক্লিক করুন কোন কিছু জিজ্ঞাসা করতে হলে আমার ফেইসবুক আইডি তে যোগাযোগ করুন :fbhero2020@yahoo.com ধন্যবাদ। সকলেই ভাল থাকবেন আর আমার জন্য দোআ করবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর পোষ্ট নিয়ে আসতে পারি।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।