আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ-পাকিস্থান ইসলামী রাষ্ট্র হতে চাইলে ভারত হিন্দু রাষ্ট্র হবেনা কেন?

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com

আমরা মুসলিমরা বিজেপি সরকার আসুক তা কখনোই চাইনা। আমরা এব্যাপারে ভীত সন্ত্রস্ত। তবে আমাদের মধ্যে অনেকে আছে যারা ভারতকে ধর্মনিরপেক্ষ দেখতে চাই আবার বাংলাদেশ বা পাকিস্থানকে ইসলামী রাষ্ট্র হিসেবে। ভারতে ধর্মীয় রাজনীতির ব্যান চাই কিন্তু পাকিস্থান বা বাংলাদেশে চাইনা। এটা সত্যিই বিভ্রান্তকর।

আমার মতে ভারত হিন্দু রাষ্ট্র হোক বা হিন্দু দল ক্ষমতায় আসুক এতে আমাদের কিচ্ছুই যায় আসে না। তবে কথা হল সেই দলকে অবশ্যয় ন্যায়পরায়ণ, সত্যবাদী, গোঁড়ামী মুক্ত, কুসংস্কার মুক্ত হতে হবে। সকল সম্প্রদায়ের লোকেদের একনজরে দেখতে হবে। ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেছেন, 'নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণ জাতিকে সাহায্য করেন যদি তারা অবিশ্বাসীও হয় এবং তিনি অন্যায়কারী জাতিকে সাহায্য করেন না যদি তারা মুসলিমও হয়। ন্যায়বিচারের মাধ্যমেই মানুষকে আল্লাহ সন্মান ও আভিজাত্য প্রদান করেন এবং সম্পদে প্রাচুর্যতা দেন' [আল বিদায়া ওয়ান-নিহায়া ৬/৩০৫]।

কিন্তু বিজেপি বা অনান্য হিন্দুবাদী দল গুলো কি এমন? ওরা আমাদের কতটুকু চেনে? আমাদের ধর্ম বা সংস্কৃতিকে কতটুকু জানে? ওদের এজেন্ডায় তো ইসলাম বিরোধী, মুসলিম বিদ্বেষী। ওরা পাকিস্থান আর ভারতীয় মুসলিমদের এক চোঁখেই দেখে। ওরা রাতের অন্ধকারে মসজিদে মুর্তি রেখে বলে এখানে ভগবান এসেছিলেন তাই এখানে মন্দির বানাবো। ওরা ধর্মান্তর বন্ধ করতে চাই কারণ অনেক হিন্দু মুসলিম হয়ে যাচ্ছে, খৃষ্ঠান হয়ে যাচ্ছে। ওরা ধর্ম প্রচারের অভিযোগে খৃষ্টান মিশনারীদের পুড়িয়ে মারে।

ওরা গীর্জা ভাঙ্গে, পাদ্রী পেটায়। ওরা লাভ জেহাদের প্রচার করে মুসলিমদের চাপে ফেলার জন্য। যারা মুসলিমদের বিয়ে করেছে তাদের বিয়ে ভাঙ্গার জন্য দুর্গা বাহিনী বানায়। ওরা 'পোটা' আইন বানায় সন্ত্রাসের নামে মুসলিমদের জেলে ভরার জন্য। ওরা 'লজ্জা' উপন্যাসের অনুবাদ করে প্রকাশ করে, কারণ তা ইসলাম বিরোধী।

ওরা আন্দোলন করে যাতে আর্মিতে মুসলিম নেওয়া না হয়। ওরা আন্দোলন করে যাতে মুসলিমদের ভোট দেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া হয়। ওরা প্রকাশ্যে বলে মুসলিমদের ধরো আর গলা কাটো। ওরা মুসলিমদের কাটুয়া বলে, সন্ত্রাসী বলে। ওরা....ওরা....ওরা... কত বলব!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।