আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেস.কম বনাম সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস। সুবিধা, অসুবিধা এবং আপনার জন্য কোনটি প্রযোজ্য?



ওয়ার্ডপ্রেস বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত সিএমএস এবং এক জরিপে দেখা গেছে প্রতিদিন যত ওয়েবসাইট বানানো হয় তার ৬১.৩% ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। শুরুর দিকে সবাই একটু সিদ্ধান্তহীনতায় ভুগে যে ওয়ার্ডপ্রেস ডট কমে ফ্রী ওয়েবসাইট বানাবে নাকি ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করবে। আমাকে অনেকেই এই প্রশ্ন করে তাই দুইটার মধ্যে বিস্তারিত আলোচনা করার জন্য পোস্ট করতে বসলাম। ওয়ার্ডপ্রেস ডট কমের সুবিধাঃ ১. ওয়ার্ডপ্রেস ডট কমে ওয়েবসাইট বানালে আপনি ৩ জিবি হোস্টিং ফ্রী পাবেন। পরবর্তীতে ৫ জিবির জন্য ১৯.৯৫ ডলার পরিশোধ করতে হবে।

১০০ জিবির জন্য ২৮৯.৯৭ ডলার পরিশোধ করতে হবে। ২. ওয়ার্ডপ্রেস ডট কম আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকআপ তৈরি করে রাখবে। ওয়ার্ডপ্রেস ডট কমের অসুবিধাঃ ১. যদিও দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম আপনাকে ফ্রী ওয়েবসাইট দিচ্ছে কিন্তু তার বদলে তারা আপনার সাইটে অ্যাড দিবে। যদি আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটরকে তাদের অ্যাড দেখাতে না চান তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেস ডট কমকে প্রত্যেক বছর ২৯.৯৭ ডলার পে করতে হবে। ২. ওয়ার্ডপ্রেস ডট কমে আপনি কোন প্লাগিন ব্যবহার করতে পারবেন না।

ওয়ার্ডপ্রেস থেকে অনেক সুবিধা পাওয়া যায় বিভিন্ন প্লাগিনের জন্য। কিন্তু ওয়ার্ডপ্রেস ডট কমে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। যদি আপনি প্লাগিন ব্যবহার করতে চান তাহলে আপনাকে তাদের ভিআইপি প্রোগ্রামে সাইন আপ করতে হবে। এবং সিরিয়াসলি আপনাকে এর জন্য প্রত্যেক মাসে ৩৭৫০ ডলার পে করতে হবে। ৩. আপনি ওয়ার্ডপ্রেস ডট কমে কোন থিম ইন্সটল করতে পারবেন না।

তারা ‘ডিজাইন আপগ্রেড’ নামে একটা ফিচার দেয় যেইটা মূলত সিএসএস আপগ্রেড। এর জন্য আপনাকে বছরে ৩০ ডলার পে করতে হবে। এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের কালার পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি যদি কোন ফাংশন পরিবর্তন করতে চান তা পারবেন না। ৪. আপনি কাস্টম analytics সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না।

কারণ আপনি সাইটে কোন কাস্টম কোড অ্যাড করতে পারবেন না। ৫. তাদের শর্তাবলীর সাথে মিল না থাকলে তারা বিনা নোটিশে আপনার সাইট ডিলেট করে দিবে। ৬. তারা আপনার সাইটের থিম পরিবর্তন করে দিতে পারে যদি ফাউন্ডার থিম ডেভেলপারকে পছন্দ না করে। এবং এইটা সত্যি। প্রমাণঃ http://goo.gl/8p8EuO ৭. আপনি যদি তাদের পেইড কাস্টমার হন তার পরেও সবাইকে আপনার বলতে হবে আপনার সাইট ওয়ার্ডপ্রেস ডট কমে চালিত।

সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেসের সুবিধাঃ ১. ওয়ার্ডপ্রেস একটি ফ্রী সিএমএস এবং আপনি ফ্রী ব্যবহার করতে পারবেন। ২. আপনার সাইটের ফুল কন্ট্রোল আপনার কাছে থাকবে। আপনার সাইটের উপর কর্তৃত্ব করতে কেউ আসবে না। ৩. আপনি যেকোন প্লাগিন ইন্সটল করে ব্যবহার করতে পারবেন। ৪. আপনি যেকোন থিম ইন্সটল করতে পারবেন এবং থিমকে আপনার ইচ্ছামত মডিফাই করতে পারবেন।

৫. আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন অ্যাড প্রদর্শন করে। সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেসের অসুবিধাঃ ১. ওয়ার্ডপ্রেস আপডেটের জন্য আপনি রেসপন্সিবল থাকবেন কারণ মাত্র একটি ক্লিকেই ওয়ার্ডপ্রেস আপডেট করতে পারবেন। ২. আপনার ওয়েবসাইটের জন্য আপনাকে নিয়মিত ব্যাকআপ নিয়ে রাখতে হবে। যদিও এইটা কোন সমস্যা না কারণ ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নেওয়ার জন্য অনেক প্লাগিন আছে। আপনি হোস্টিং ফেয়ার এর হোস্টিং ব্যবহার করতে পারেন।

সিপ্যানেলে ব্যাকআপ টুলস পাবেন যার মাধ্যমে অটো ব্যাকআপ রাখতে পারবেন। ৩. আপনার নিজেরই স্পাম প্রতিরোধ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস প্লাগিন Akismet ব্যবহার করতে পারেন। সবচেয়ে বহুল ব্যবহৃত প্লাগিন ওয়ার্ডপ্রেস সাইটের স্পাম প্রতিরোধ করার জন্য। আপনার জন্য কোনটি? আপনি যদি একটি নরমাল ব্লগ সাইট বানাতে চান যেটা দিয়ে ইনকাম করার কোন ইচ্ছা নেই অথবা যেই ওয়েবসাইট পাবলিকলি হাইলাইট করার ইচ্ছা নেই তাহলে ওয়ার্ডপ্রেস ডট কম ব্যবহার করতে পারেন।

কিন্তু যদি আপনি চান আপনার ব্লগ/ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে অথবা আপনার ওয়েবসাইটকে স্ট্যান্ডার্ড একটি সাইট হিসেবে উপস্থাপন করতে তাহলে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট বানানোই ভালো। ওয়ার্ডপ্রেস ডট কমে ওয়েবসাইট বানালে আপনাকে সাবডোমেইন নেম দিবে কিন্তু যদি আপনি টপ লেভেল ডোমেইন নিতে চান আপনাকে প্রত্যেক বছর ১৭ ডলার দিতে হবে, অ্যাড ফ্রী অপশনের জন্য ২৯.৯৭ ডলার, ডিজাইন আপগ্রেডের জন্য ৩০ ডলার। সর্বমোট ৭৬.৯৭ ডলার। তারপরেও আপনি ফুল কন্ট্রোল পাবেন না। ওয়ার্ডপ্রেসের জন্য পেইড হোস্টিং: হোস্টিং ফেয়ার শেয়ারড হোস্টিং নিয়ে আপনার শখের ওয়েবসাইট বানাতে পারেন।

হোস্টিং ফিচারগুলো হলঃ ১. এঞ্জিনএক্স ওয়েব সার্ভার (পপুলার ওপেন সোর্স ওয়েব সার্ভার এবং ওয়ার্ডপ্রেসের সাথে খুব ভালো কাজ করে)। ২. সফটকুলাস। ওয়ার্ডপ্রেসসহ ৩০০+ সিএমএস ১ ক্লিকের মাধ্যমে ইন্সটল করতে পারবেন। ৩. ডেইলি ব্যাকআপ টুলস। ৪. ক্লাউডলিনাক্স।

৫. বিল্ট-ইন এসইও টুলস। ৬. লেটেস্ট সিপ্যানেল। ৭. ভাইরাস এবং স্পাম ফ্রী সার্ভার। ৮. আরও অনেক কিছু। এত ফিচার থাকার পরেও দাম খুবই কম।

সল্প মূল্যে সর্বোচ্চ সেবা প্রদান করে থাকে। ডোমেইন রেজিস্ট্রেশান মাত্র ৭২০ টাকা। হোস্টিং মূল্য শুরু ৭০০ টাকা থেকে। ( ১ জিবি ৭০০ টাকা। ) শেয়ারড হোস্টিং ফিচার এবং সিপ্যানেল স্ক্রীনশট দেখুনঃ http://goo.gl/Ykg6NR নতুন ওয়েব ডিজাইনারদের জন্য চলছে ৫০% মূল্য ছাড়!! ৫০% ছাড়ে নতুন মূল্যঃ ১ জিবি = ৩৫০ টাকা ৩ জিবি = ৯৭৫ টাকা ৫ জিবি = ১৫০০ টাকা ৭ জিবি = ১৯২৫ টাকা ১০ জিবি = ২৫০০ টাকা এই অফার সীমিত সময়ের জন্য।

অফার বিস্তারিতঃ http://goo.gl/ZvEPwu হটলাইনঃ ০১৭৮৯ ২৬ ২৬ ২৮, ০১৬৭৩ ১৮২ ৫৭৪ সাপোর্টঃ ওয়েবসাইটঃ http://www.hostingfair.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।