গরমে তরমুজ ভালো লাগে.
গান করতে ভাল । হুম গান তো ভালোই লাগতো। দেখতেও তো মন্দ ছিলা না। তোমার প্রতি আমাদের আলাদা একটা ভালবাসাও ছিল । জাতীয় পুরষ্কারসহ বিভিন্ন পুরষ্কার ও পাইছো।
তোমার তো ভবিষ্যৎ উজ্জ্বল ।
হঠাৎ .। । কি এমন প্রয়োজন পড়লো তোমার .।
কি দরকার এই রাজনীতি নিয়া কথা বলার ফেবুতে স্ট্যাটাস করার ।
তোমাদের নিয়া আর পারি না । এই হইলো এই বর্তমান ছেলে মেয়েদের সমস্যা । যখন মনে যা চাই তাই করে বসে । কি হবে না হবে ভাবার জন্য আমরা আছিই!!!
আরে বাবা এ জন্য তো আমরা যারা ব্লগে টাইপ মাস্টার আছি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি । আর লুংগি মজহার , লাঠিয়াল রনি তো আছেই ।
আর দিছ ভালো কথা একটু নিরপেক্ষ লেখো তা না একেবারে বি এন পি কর্মীদের মত কথা ।
বুঝো মজা , বিভিন্ন জন হুমকি দিছে । বাসায় পুলিশ বন্ধু যায় । আবার খালেদা জিয়ার সাথে দেখাও করলে । কি ভালো লাগে ??
না না তোমার গণতান্ত্রিক অধিকার তো আছেই যা খুশি করার ।
সাফাইও গাইতে পারো যার তার । কিন্তু সমস্যা হইলো যাদের বি এন পি দেখলে কষ্ট হয় । তারা তো আর তোমার গান টান শোনা কমাইয়া দিবে । প্রোগ্রামে দাওয়াত দেয়ার ব্যাপারেও সতর্ক হবে ।
তবে কিছু লাভ ও কিন্ত আছে !! বি এন পি এর সকল কর্মীরা তোমার গান গাওয়া , শোনা বেড়ে যাবে ।
এই দিকে জনপ্রিয়তা বেড়ে যাবে । তাদের প্রোগ্রামে তোমার ডাক পরবে বেশি । সংবাদ সম্মেলন করবে !!
আরে তোমরা হলে শিল্পী মানুষ । শিল্প তোমারদের ধর্ম । মানুষকে আনন্দ দিবে , মজা করবে এটাই তো কাজ ।
শুধু শুধু এই রাজনীতির ময়দানে নামার কি দরকার । ও যদি মমতাজের মত এমপি হতে চাও তাইলে তো ভিন্ন কথা ।
কি জানি কি আছে তোমার মনে । তা আমার জানা থাকার কথা নয় । সেই আমাদের আরও অপেক্ষা করতে হবে ।
তবে ঠিক কত দিন তা এখনই বলা যাবে না ।
অপেক্ষায় .
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।