পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!
বর্তমানে অ্যান্ড্রয়েডের উপযোগী অনেক ফাইল ট্রান্সফার অ্যাপ আছে যা দিয়ে সহজেই ফাইল বড় বড় ফাইল কয়েক মিনিটে! এসব অ্যাপ দিয়ে ফাইল ট্রান্সফার করতে হলে প্রথমেই ফাইল গ্রহনকারীর ফোনে এই অ্যাপটি সেন্ড করতে হয়। তারপর ফাইল ট্রান্সফারের কাজটি করতে হয়। কিন্তু, আমরা আজ এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। যা ফাইল গ্রহনকারীর ফোনে সেন্ড করার কোন দরকার নেই। শুধুমাত্র ফাইলটি সিলেক্ট করে তার উপর লং প্রেস করলেই শেয়ার বা সেন্ড অপশনে চাপলেই ‘ফাস্ট ফাইল শেয়ার’-এর নাম আসবে তা সিলেক্ট করুন। এই অ্যাপটির আরো চমৎকার একটি বৈশিষ্ট্য হল, বর্তমানে অনেকেই আমাদের দেশে আইফোন ব্যবহার করে থাকেন, কিন্তু, অনেকের আইফোনে ব্লু-টুথ ফিচারটি কাজ করে না, তবে এই অ্যাপটি দিয়ে সহজেই ওয়াইফাই সার্ভিসটি ব্যবহার করে ফাইল ট্রান্সফার করা যাবে। ওয়াইফাই নামেই অর্থাৎ এটির আসলে কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই!
অ্যাটির বৈশিষ্ট্যসমূহ ছোট করে তুলে ধরা হল:
১. ব্লু-টুথের চেয়ে ২০ গুন দ্রুত গতিতে ফাইল ট্রান্সফার করতে পারে,
২. সহজেই সেটআপ করা যায়,
৩. কোন ডেটা চার্জ করে না যেমনটা উপরে বলা হয়েছে,
৪. সহজেই এক বা একাধিক ফাইল সেন্ড করা যায়,
উপরোক্ত ফিচার ছাড়াও অ্যাপটির রয়েছে আরো অনেক ফিচার! আবার, অ্যাপটিও সাইজে অনেক ছোট্ট।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
‘ফাস্ট ফাইল ট্রান্সফার’
আমাদের সাথেই থাকুন, আমরা এমন আরো প্রয়োজনীয় অ্যাপ নিয়ে শীঘ্রই আসছি!
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প
সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।