রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়িতে জুস খেয়ে মিষ্টি দোকানের চার কর্মচারি অচেতন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অচেতন হওয়া ব্যক্তিরা হলেন সারোয়ার (৫০), জনি (৪০), শুভ (১৮) ও আলমগীর (১৮)। তারা ৬৯, দক্ষিণ যাত্রাবাড়ির বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে কাজ করেন।
স্বজনদের বরাত দিয়ে মেডিকেল প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে একটি জুসের বোতল ফ্রিজে রাখতে দিয়ে যান। কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবেন বললেও সন্ধ্যা পর্যন্ত ওই বোতল নিতে তিনি যাননি।
পরে তিনি আসবেন না ভেবে ওই চারজন ভাগাভাগি করে জুসটি পান করেন। কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে যান।
রাত পৌনে নয়টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ধারণা করা হচ্ছে ওই জুসে নেশা জাতীয় কিছু মেশানো ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।