আমাদের কথা খুঁজে নিন

   

ঘরে বসে হাসের মাংস দিয়ে ভুনা খিচুরি খেয়ে গন বিক্ষোভ সৃষ্টি হয় না ।

নিজের করি নিজে খাই, বলার তেমন কিছু নাই । তার পর ও বলতে চাই যুদ্ধাপারাধীদের বিচার চাই ।

চট্রগ্রামে আজ বিরোধীদলীয় নেতার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন এক সমাবেশে বলেছেন " বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণভবনে যাবেন না। এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে, শেখ হাসিনাকেই পায়ে হেঁটে খালেদা জিয়ার কাছে যেতে হবে। " জনাব মীর নাসির সাহেবের উক্তি টা কিছুক্ষনের জন্য হলেও আমাদের মনের ভিতর হাসির খোরাক জুগিয়েছে আর তার জন্য জনাব মীর নাসিরকে ধন্যবাদ ।

নাসির সাহেবদের এখনো বোধ হয় বোধগম্ম হয়নি য়ে তাদের দুই দলের নেত্রী সহ তাদের মত রাজনীতিক নেতারা আজ প্রায় ই জনবিচ্ছিন্ন । আমরা যে তাদের উপর থেকে অনেক আগেই আস্হা তুলে নিয়েছি তা বোধ হয় তারা অনুমান করতে ব্যর্থ হয়েছেন । জনাব মীর নাসির সাহেবে গন বিক্ষোভের কথা বলছেন জনাব মীর নাসির সাহেবেকে আমি বলতে চাই যে দলের নেতার হরতাল দিয়ে বাসায় বসে হাসের মাংস দিয়ে ভূনা খিচুরি খান বা সহযোগিতার কথা বলে গাও গ্রাম থেকে আসা ছোট ছোট শিশুদের শাপলা চত্তরে গভীর রাতে বুলেটের মুখে ঠেলে দিতে একটু ও কুন্ঠা বোধ করেন না তারা কিভাবে গন বিক্ষোভের জন্ম দিবেন । জনাব মীর নাসির আমি আপনাদের মনের কথাটা এভাবে বলতে চাই আপনারা ভাবছে হরতাল ডকবেন আর আপনাদের ডাকা হরতালে জামাত শিবির তান্ডব চালাবে আর তাতে শেখ হাসিনার সরকার নরবরে হয়ে যাবে । না আমার মনে হ্য় এটা মোটে ও সম্ভব নয় ।

আপনাদের হরতালের কার্যকারিতা বর্তমান সরকারের কাছে কেন জানি খুবই দুর্বল মনে হয়েছে যেটা আমি ও মনে করেছি যদি ও আমি কোন রাজনৈতিক দলের ই চেলা নই । আপনাদের গত ২৭-২৯ অক্টেবরের হরতাল সার্থক হতো যদি আপনাদের দলের হই প্রোফাইল নেতারা হরতালের মধ্যে হাসের মাংস দিয়ে ভুনা খিচুরী না খেয়ে রাজ পথে সাধারন নেতা কর্মীদের সাথে থেকে পিকেটিং করতেন তাতে আপনাদের জোটের নেতা কর্মীরা অনেকটাই সাহসী ভূমিকা পালন করতে পারতো আর গত ৫মে হেফাজত ই ইসলামের ডাকে আসা লক্ষ লক্ষ নীরিহ মানুষ কে আপনার নেত্রী ও আপনারা বন্দুকের গুলির মুখে না ফেলতেন তা হলে অবশ্যই আপনারা বর্তমান দাবির আন্দলনে সার্থক হতেন । তাই জনাব মীর নাসির সাহেবদের বলতে চাই ঘরে বসে হাসের মাংস দিয়ে ভুনা খিচুরি খেয়ে গনজোয়ার বা গন আন্দোলন তৈরি করা যেমন দুঃস্কর ব্যাপার । ভুতের কাধে( জামাত-শিবিরের ) চরে ক্ষমতা্য় যাওয়া টা ও খুব দুরহ ব্যাপার ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।