আমাদের কথা খুঁজে নিন

   

বছর ঘুরে আবার নভেম্বর এল...Sweet November...

ভাল থাকুন- ওপারে গিয়েও...।

নভেম্বর আসলেই আমার এই মুভির নামটা মনে আসে। কিয়ানু রিভস এর রোম্যান্টিক মুভি আমি এটাই প্রথম দেখেছিলাম। পাগলাটে-ক্যান্সার আক্রান্ত এক মেয়ের সাথে রিভসের কাটানো এক নভেম্বরের গল্প নিয়ে সুইট নভেম্বর মুভির কাহানি। আর শার্লিজ থ্যারন তো অলটাইম সুইট।

কিয়ানু রিভসের ম্যাট্রিক্স দেখার পর আমি ভেবেছি সে অ্যাকশন মুভিতেই অভিনয় করে। আরও ২/১ টা মুভি দেখেছিলাম যেগুলো অ্যাকশন না হলেও অনেকটা ওই টাইপেরি মুভি। বাট সে যে রোম্যান্টিক মুভিও করে- সেটা জানলাম সুইট নভেম্বর দেখে। এর পরপরই আরেকটা মুভি দেখেছি- দ্যা লেক হাউস। এটাও রোম্যান্টিক, তবে এই মুভিতে অভিনয় বলতে তেমন কিছু নেই।

জাস্ট ছবির গল্পটা আমার খুব ভাল লেগেছে। কতটা ভালবাসলে দুটি ভিন্ন সময়ের দুজন মানুষ একে অন্যকে ভালবাসতে পারে...কখনও দেখে হবেনা জেনেও একসাথে থাকার স্বপ্ন দেখতে পারে...অপেক্ষা করতে পারে...ইস! দুজনের দেখা হওয়ার আগেই রিভসের ডেথ নিউজটা খুব শকিং। ফিনিশিংটা না বলি। Arash Ft Helena "Pure Love" গানটা মনে পড়ে আমার মুভিটা দেখলে। পরিচিত সবার।

তবু গানের লিঙ্কটা দিলাম। Click This Link This Was Just Meant To Be You Are Coming Back To Me 'Cause, This Is Pure Love 'Cause, This Is Pure Love মেয়েটা কখনও দেখা হবেনা ভেবে আশা ছেড়ে দেয়, যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু রিভস ঠিকই ওয়েট করে। মেয়েটা মানে স্যান্ডরা বুলক। I Know You Are More Afraid Then I'll Say I Will Wait 'Cause, This Is Pure Love 'Cause, This Is Pure Love এটা কোন মুভি রিভিউ না।

আসলে আমি ফেসবুকে স্ট্যাটাস দিতে গিয়ে দেখলাম বড় হয়ে যাচ্ছে লেখাটা। তাই ব্লগে দিলাম। এম্নিতেও অনেকদিন কোন পোস্ট দেয়া হচ্ছে না। নিজেকে একটু সময়ও দেয়া হল। এক ঢিলে তিন পাখি।

রিভসের দেখার মত মুভি আছে- থাক, কাল বলব সেটা। চার্জ শেষ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।