আমাদের কথা খুঁজে নিন

   

আসুন মজা লুটা বন্ধ করি.......

মুক্ত মন....সারাক্ষণ

৬ফুট লম্বা দীর্ঘদেহী ভদ্রলোক গাড়ি ঠেলছেন। শরীরের সমস্ত শক্তি দিয়ে দাঁত-মুখ খিচে হঠাৎ বিকল হয়ে যাওয়া সাদা রংয়ের একটি প্রাইভেটকার ঠেলে সামনে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। গুলশান-২ ডিসিসি মার্কেট কারপার্কিং-এ বিকল হয়ে যাওয়া এই গাড়ির পেছনে আটকে পড়া গোটা দশেক গাড়ি-চালক একের পর এক হর্ন বাজিয়ে চলছেন। হর্নের পোঁ পোঁ শব্দে পুরো এলাকা প্রকম্পিত হতে লাগল। বিকল হয়ে যাওয়া গাড়ির কয়েকটি গাড়ি পিছনেই আমার গাড়ি।

মিনিট কয়েক দেখার পর গাড়ি থেকে নেমে দীর্ঘদেহী ভদ্রলোকের সাথে আমিও হাত লাগালাম। তিনি ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকিয়ে ওয়েলকাম মার্কা একখান মুচকি হাসি দিলেন। আমরা দু'জন দাঁত-মুখ খিচে গাড়ি ঠেলছি-আশপাশের লোকজন তাকিয়ে তাকিয়ে তা দেখছে আর মজা লুটছে। একটু একটু করে বিকল গাড়ির চাকা এগিয়ে চলল। আমাদের দু'জনের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে বিকল গাড়িটির চালক সামনে সরে গিয়ে গাড়িটি সাইড করে আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে সক্ষম হলেন।

বিকল গাড়ি সাইড হতেই দীর্ঘকায় ভদ্রলোক পিছনে দৌড়ে তাঁর আটকে পড়া পাজেরো জিপে গিয়ে উঠলেন। যাবার আগে আমার পিঠে হালকা চাপড় মেরে বললেন, ‌'ওয়েল ডান'। আমি হা-করে কিছু সময় তাকিয়ে রইলাম। আমার ধারণা ছিল, বিকল হওয়া গাড়িটি বোধহয় তার। আমার ধারণা ভুল প্রমাণিত হলো।

গাড়িটি তার নয়। তিনি বিকল গাড়িটি সরিয়ে তাঁর পথ ক্লিয়ার করতে এসেছেন। তামাটে গায়ের রং আর সোনালি চুলের অধিকারী অ-বাঙালি ভদ্রলোক আমাদের একটা বিষয় বুঝিয়ে দিয়ে গেলেন যে, আমরা বাঙালি জাতি বিকল আর জঞ্জাল সামনে রেখে পিছনে দাঁড়িয়ে শুধু পোঁ পোঁ হর্ন বাজাতেই জানি- কিভাবে জঞ্জাল সরিয়ে পথ ক্লিয়ার করতে হয়, সে বিষয়টি আমাদের জানা নেই। আর কেউ যদি দায়িত্ব নিয়ে সেই জঞ্জাল সরিয়ে পথ ক্লিয়ার করতে এগিয়েও আসে, আমরা পাশে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে শুধু মজা লুটি। ....সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আসুন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক হর্ন না বাজিয়ে, পাশে দাঁড়িয়ে মজা না লুটে সবাই মিলে হাত লাগাই।

আমি গেরান্টি দিয়ে বলছি, জঞ্জাল আর বিকল মুক্ত দেশ গড়তে হয়তো বেশি দিন সময় লাগবে না আমাদের। ..........একবার আসুন না প্লিজ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।