আমাদের কথা খুঁজে নিন

   

End Of The World ! (Signs of the hour)- A GREAT DEAL OF KILLLING

দিন দূরে নয় আমার আত্মা উড়বে সেই দিন উধ্বাকাশে অনেক কিছু জানব সেদিন যা জানিনা এই নিবাসে। নবীজী মুহাম্মাদ{সা;}কেয়ামতের একটি আলামত সম্পর্কে বলেছেন প্রচুর পরিমাণে হত্যা হবে এবং এমনকি বর্ণনা করেছেন যে একজন মানুষ কি কারনে অন্যজনকে হত্যা করছে তার কারন জানবে না এবং যে হত্যা হবে সেও জানবে না তাকে কি কারনে মারা হয়েছে। আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ্‌র রাসুল{সা;} বলেনঃ কেয়ামত ততদিন পর্যন্ত আসবেনা যখন হত্যাকারি জানে না কি কারনে সে হত্যা করছে এবং যে হত্যা হবে সেও জানে না তাকে কেন হত্যা করা হয়েছে { সহিহ মুসলিম} হত্যা শুরু হয়েছিল উসমান{রা} হত্যা দিয়ে এবং তাদের যুদ্ধ থেকে শুরু হয়েছে যার কোন নির্দিষ্ট কারন জানা নেই হাজার হাজার মানুষ তাদের বিকটিম হয়েছে, বিশেষত ধ্বংসকারী অস্ত্র দিয়ে যা ভয়ানক যুদ্ধগুলোতে ব্যবহার হয়েছে। কিছু যুদ্ধের মৃতদের পরিসংখ্যান নিচে দেওয়া হল প্রথম বিশ্ব যুদ্ধঃ ১৫ মিলিয়ন মানুষ মারা গেছে বা হত্যা হয়েছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধঃ ৫৫ মিলিয়ন মানুষ হত্যা হয়েছে ভিয়েতনাম যুদ্ধঃ ৩মিলিয়ন মানুষ হত্যা হয়েছে রাশিয়ানদের সামরিক যুদ্ধঃ১০ মিলিয়ন মানুষ হত্যা হয়েছে স্প্যানিশদের সামরিক যুদ্ধঃ১২ মিলিয়ন মানুষ হত্যা হয়েছে ইরাক-ইরান যুদ্ধঃ ১ মিলিয়ন মানুষ হত্যা হয়েছে ইরাকে আমেরিকানদের যুদ্ধঃ১ মিলিয়ন মানুষ হত্যা হয়েছে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।