আমার মাঝে আমি,নিজেকে বার বার খুজি । জয় হোক স্বপ্নের,সত্যি হোক জীবনের আশা । মানুষের মাঝে মানুষ,উড়ায় হৃদয়ের ফানুশ ।
পুরো নামঃ মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব (আরেক নাম আহমাদ )
কুনিয়াঃ আবুল কাসেম
জাতিঃ আরব
গোত্রঃ বনু হাশিম
বংশঃ কুরাইশ
জন্মঃ April 26, 570 (সম্ভাব্য তারিখ)
জন্মস্থানঃ মক্কা শহর
বাবাঃ আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব (৫৪৫-৫৭০)
মাঃ আমিনা বিনতে ওয়াহব (???-৫৭৭)
দাদাঃ শায়বা ইবনে হাশিম (popularly known as আব্দুল মুত্তালিব*)
দাদিঃ ফাতিমা বিনতে আমর (?? - 576)
নানাঃ ওয়াহব ইবনে আব্দ মুনাফ (?? - ??)
নানিঃ ????
দুধমাতাঃ হালিমা বিনতে আবি জুয়ায়েব (?? - ৬৩০)
উচ্চতাঃ মাঝারি (অনুমান করা হয় ৫'১১"-৬'০")
চোখের রঙঃ কালো
চুলঃ কোঁকড়ানো, বাবরি
ত্বকঃ উজ্জ্বল
স্বরঃ শক্তিশালী
পেশাঃ মেষ চড়ানো, ব্যবসা
প্রথম বিবাহঃ ২৫ বছর বয়সে
প্রথম স্ত্রীঃ খাদিজা বিনতে খুয়াইলিদ (555–619)
হাজরে আসওয়াদ এর ঘটনাঃ ৬০৫ সাল
ধর্মঃ পূর্বে, হানিফ**; পরবর্তীতে নিজের উপর আল্লাহ্র নিকট হতে অবতীর্ণ ওহী মোতাবেক ইসলাম।
নবুয়াত প্রাপ্তিঃ ৪০ বছর বয়স, ৬১০ সাল
প্রাপ্তিস্থলঃ মক্কা থেকে ৩ কিলোমিটার, নূর পর্বত, হিরা গুহা, Dimension ৩.৫ মিটার X ১.৬ মিটার
নবুয়াতকালঃ ২৩ বছর= ৬১০-৬৩২
মক্কা জীবনঃ ৫৭০-৬২২= ৫২ বছর
মিরাজ আর ইসরাঃ ৬২১ সালের দিকে
হিজরতঃ ৬২২ সালের ১৩ জুন মক্কা ত্যাগ, ১১ জুলাই মদিনায় (পূর্ব নাম ইয়াস্রিব) পৌঁছান, যা মক্কা থেকে ৩২০ কিলোমিটার দূরে
মদিনা জীবনঃ ৬২২-৬৩২= প্রায় ১৩ বছর
মক্কা বিজয়ঃ জানুয়ারি, ৬৩০ সাল।
১০০০০ সৈন্য, প্রায় রক্তপাতহীন বিজয়।
বিদায় হজঃ ৬৩২ সাল।
সহধর্গমিণীগণঃ খাদিজা বিনতে খুয়াইলিদ (595–619), সাউদা বিনতে যামা (619–632), আয়িশা বিনতে আবু বকর (619–632), হাফসা বিনতে উমার (624–632) জয়নব বিনতে খুজায়মা (625–627) হিন্দ বিনতে আবু হুমাইয়া (629–632) জয়নব বিনতে জাহশ (627–632) জুহাইরা বিনতে আল হারিস (628–632) রামালা বিনতে আবু সুফিয়ান (628–632) রাইহানা বিনতে জায়েদ (629–631) সাফিয়া বিনতে হুয়াই (629–632) মাইমুনা বিনতে আল হারিস (630–632) মারিয়া আল কিবতিয়া (630–632)
পুত্রঃ আল কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম ***
কন্যাঃ জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতুজজোহরা
মৃত্যুঃ June 8, 632, সোমবার
মৃত্যুস্থানঃ মদিনা
মৃত্যুর কারণঃ বিষ প্রয়োগ, সম্ভবত বিষের যন্ত্রণায় মারা যান, ইহুদী কর্তৃক প্রদত্ত বিষ।
সমাধিঃ মদিনা, মসজিদে নববী
টীকা--->>>
*আব্দুল মুত্তালিব নামের কারণ-->
আসল নাম শায়বা। কিন্তু, তাঁর বাবা হাশিম গাযায় ব্যবসা করতে গিয়ে মারা যান।
তখনও শায়বার জন্ম হয়নি। ৮ বছর পর্যন্ত মদিনায় মার সাথে বেড়ে উঠেন তিনি। তাঁর চাচা মুত্তালিব মদিনায় এসে শায়বার মাকে বুঝালেন মক্কা মদিনার থেকে কত ভাল। মা সালমা শেষ পর্যন্ত মুত্তালিবের যুক্তিতে হাড় মানেন। তিনি ছেলেকে যেতে দেন।
মুত্তালিব তাঁর ভাইয়ের ছেলে শায়বাকে নিয়ে মক্কায় এলেন। তখন সবাই মনে করল এ বুঝি মুত্তালিবের নতুন দাস। আব্দ মানে দাস। তাই তারা শায়বাকে আব্দুল মুত্তালিব বলে ডাকতে লাগল... মুত্তালিব মারা গেলে শায়বা বনু হাশিমের গোত্র প্রধান হন। কিন্তু... তাঁর নাম সেই আব্দুল মুত্তালিবই থেকে যায়।
**হানিফ কী?
যারা ইসলামের আগমনের আগে মূর্তিপূজা থেকে বিরত থাকতো, একত্ববাদ পালন করত ইব্রাহিমের (আ) অনুসরণ করে তাদেরকে হানিফ বলা হত... হানিফ অর্থ "true believer" বা "righteous one" ...
***পুত্রগণঃ
কাসিম মারা যায় ২ বছরে। ৬০৫ সালে। খাদিজার (রা) ছেলে।
আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (আরেক নাম তাহির ) ৬১৫ সাল মারা যান। খাদিজার ছেলে।
ইব্রাহিম মারা যায় ১৬/১৮ মাস বয়সে। ৬৩২ সালের জানুয়ারিতে। মারিয়ার ছেলে।
ভুল হলে বল্বেন,ঠিক করে দেয়া হবে ।
মুল-আব্দুল্লাহ ইবনে মাহমুদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।