ইশতিয়াক
এক মধ্য প্রাচ্য প্রবাসী নির্মাণ শ্রমিক আর তার দেশে রেখে যাওয়া অভিমানী বউ এর মধ্যেকার পেরিয়ে যাওয়া ঈদ এর আগের রাতের কথোপকথন
Wife: তুমি আমারে কল দিছ কেন?? আম্মা ভুল করে তোমার কল রিসিভ করে ফেলছে, নাহলে আমি জিবনেও তোমার কল রিসিভ করতাম না …
Husband: তোমার বইনের নাকি বিবাহ হইয়া গেছে …
Wife: আমার বোনের বিয়ে হইছে না হয় না সেটা তো আমি তোমাকে বলব না, আমি তো তোমাকে বলতে বাধ্য নই
Husband: কি করছি আমি??
Wife: কি কর নাই তুমি?? তুমি আমারে কত ছোট করছ তুমি জান?? আর কত ছোট করবা আমারে??
Husband: আরে বাবা বলবা তো আমি কি করছি …
Wife: তুমি ফেইসবুকে একাউন্ট খুলছ, আরেক জনের শালির সাথে ছবি তুলছ, ওই ছবি ফেইসবুকে দিছ, কি মনে করছ আমি কিছুই জানব না, দেখব না, তুমি আসলেই একটা Characterless, তোমার মতো Characterless আমি আগে দেখি নাই …
Husband: আরে তুমি কানতেছ কেন??
Wife: আমার ইচ্ছা হইছে তাই আমি কানতেছি, তোমারে বলতে তো আমি বাধ্য নই যে আমি কেন কানতেছি, নতুন চাকরি তে ঢুকছ, তোমার তো পাঙ্খা গজায়ে গেছে, যাও তোমার ওই বন্ধুর শালির সাথেই প্রেম কর, আমারে কল দিছ কেন??
Husband: আমি ওই মেয়ের সাথে প্রেম করতে যাব কেন, আজব
Wife: তুমি আসলেই একটা Shameless … পুরাই Shameless … আমারে তুমি আর কোনদিন কল দিবা না, কোনদিন না, কোনদিন না …
পুরাই জংলী বিলাই একটা, এরকম জংলী বিলাই সবাই মনে মনে চায় …
(আসল কাহিনী এট্টুশখানি ডিফারেন্ট)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।