আমাদের কথা খুঁজে নিন

   

সেই দুটি গাড়ি মিলল পরিত্যক্ত অবস্থায়


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরের উপশহর এলাকায় রাস্তার ওপর থেকে কালো রঙের পাজেরোটি পাওয়া যায়।
আর রূপালি রংয়ের পাজেরোটি পাওয়া যায় কুমারপাড়া এলাকায় ‘জালালাবাদ অটো কেয়ার’ নামে একটি ওয়ার্কশপে।
“দুটো গাড়িই পরিত্যক্ত অবস্থায় ছিল। গাড়ির আরোহীদের কাউকে পাওয়া যায়নি। জালালাবাদ অটো কেয়ারের কোনো কর্মীকেও সেখানে পাওয়া যায়নি।


 
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সুতারকান্দি চেকপোস্টে আসার পর না থেমে দ্রুত বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে গাড়ি দুটো। এর পর থেকেই গাড়ি ও আরোহীদের খোঁজে তৎপর হয়ে ওঠে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।  
ওপারে ভারতীয় সীমান্ত চেকপোস্টের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের উপ মহা পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল হাফিজ আহসান ফরিদ জানান, ব্রিটিশ পাসপোর্টধারী তিন বাংলাদেশি নাগরিক ওই গাড়ি দুটি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
ভারতীয় ইমিগ্রেশনে দেয়া তথ্য অনুযায়ী তাদের নাম কাবুল মিয়া, আজগর উদ্দিন ও আন্তর আলী।
হাফিজ আহসান ফরিদ বলেন, “গাড়ি দুটো একেবারে নতুন।

আর ওই তিনজনের মধ্যে একজন গাড়ির ব্যবসা করেন। নতুন গাড়ি আনতে গেলে আমাদের এখানে ৩০০ শতাংশ ট্যাক্স দিতে হয়। সেটা ফাঁকি দিতেই তারা এভাবে নিয়ম ভেঙে ইমিগ্রেশন ফাঁকি দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ”
অতিরিক্ত উপ কমিশনার মো. আইয়ুব বলেন, “গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। তিন আরোহীর খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।