৮০৫টি ধারণাপত্র জমা পড়েছিল মোবাইল ফোনের জন্য অ্যাপস তৈরির প্রতিযোগিতা ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এ। গত মাসে ১২৫টি ধারণাপত্র প্রাথমিকভাবে বাছাই করা হয়। গতকাল শুক্রবার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) বিচারকদের সামনে ১২৫টি অ্যাপসের ধারণাপত্র উপস্থাপন করেন প্রতিযোগীরা। বিচারকদের রায়ে এখান থেকে ৩০টি অ্যাপস উত্তীর্ণ হবে প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ের জন্য। সে তালিকা আগামীকাল ৩ নভেম্বর প্রতিযোগিতার ওয়েবসাইটে (www.eatlapps.com) প্রকাশ করা হবে।
দিনব্যাপী চলে অ্যাপসের ধারণাপত্রের বিচারকাজ। প্রতিযোগীদের উত্সাহ দিতে দিনের বিভিন্ন সময় বিচারকাজ ঘুরে ঘুরে দেখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, আইসিটির সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, এনএসইউর উপাচার্য আমিন ইউ আহমেদ, সহ-উপচার্য এ এন এম মেসকাত উদ্দিন, এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদসহ আরও অনেকে।
মুবিন খান প্রথম আলোকে বলেন, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি, উন্নয়নমূলক, বাণিজ্যিকভাবে সফল হবে—এমন ধারণাপত্র বাছাই করা হয়েছে প্রাথমিক পর্যায়ে।
সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, বেসরকারি খাতের সফল উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলীর ৩৩ জন সদস্য বিচার-প্রক্রিয়ায় অংশ নেন। ১০টি দলে ভাগ হয়ে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁরা অ্যাপসের উপস্থাপনা দেখেন।
১২৫টি দলেআছেন ৩৩৯ জন শিক্ষার্থী। বিচারকাজ পরিচালনায় সহযোগিতা করে এনএসইউ ওয়্যারলেস ফোরাম। ইএটিএলের কারিগরি উপদেষ্টা রাজেশ পালিত জানান, নির্বাচিত ৩০টি দল নিয়ে চলবে গ্রুমিং সেশন।
ইএটিএল ও প্রথম আলো আয়োজিত এ প্রতিযোগিতায় স্ট্র্যাটেজিক পার্টনার আইসিটি মন্ত্রণালয়, এক্সক্লুসিভ টেলিকম পার্টনার রবি, পৃষ্ঠপোষক রূপালী ব্যাংক, মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও পার্টনার এবিসি রেডিও। —মো. রাফাত জামিল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।