আমাদের কথা খুঁজে নিন

   

আর কত ঝুলে থাকব

আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গড়ে শতকরা ১০ জন শিক্ষক-শিক্ষিকা ছুটিজনিত কারণে অনুপস্থিত থাকেন। এ কারণে প্রাথমিক শিক্ষা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। এ উপলব্ধি থেকেই প্রধানমন্ত্রী ২০১২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রায় ১২ হাজার শিক্ষক শূন্য পদে নিয়োগ দেন এবং আরও প্রায় ১৫ হাজার শিক্ষক পুলভুক্ত আকারে উত্তীর্ণ করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শূন্য পদে নিয়োগের ১৪-১৫ মাস অতিবাহিত হলেও পুলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়নি। বিভিন্ন সময়ে পত্রিকা পড়ে জানতে পেয়েছি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দিতে চাইলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমতির অভাবে তা হচ্ছে না। প্রধানমন্ত্রী পুল শিক্ষক গঠনের উদ্যোগ নিয়েছেন, যেখানে অর্থমন্ত্রী অনুমতি না দেওয়ায় বিষয়টি আজও ঝুলে আছে।
প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন, আর আমাদের ঝুলিয়ে রাখবেন না।
হাবিবুর রহমান
ময়মনসিংহ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।